Ajker Patrika

ভারতে করোনা সংক্রমণের ফের নতুন রেকর্ড

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১২: ৩২
ভারতে করোনা সংক্রমণের ফের নতুন রেকর্ড

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। আজ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ।

আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৯ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৯ হাজার জনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা বিবেচনায় গোটা বিশ্বে এখন ভারতের অবস্থান তৃতীয়। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে এখনো যুক্তরাষ্ট্র। এরপরই ব্রাজিলের অবস্থান।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনামুক্ত হয়েছেন ৯০ হাজার ৫৮৪ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৪৩ করোনা থেকে মুক্ত হয়েছেন। ভ্যাকসিন পেয়েছেন ১০ কোটি ১৫ লক্ষেরও বেশি মানুষ।

পরিস্থিতি মোকাবিলায় মানুষের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতের বিভিন্ন রাজ্য প্রশাসন। এর মধ্যে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে কারফিউ জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত