কলকাতা প্রতিনিধি
ফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বার্ন ইউনিটে।
ঘটনাটি ঘটেছে ওডিশার গঞ্জাম জেলার চাতারপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে স্কুল থেকে এক বন্ধুর বাড়ি গিয়েছিল ওই কিশোরী। ফেরার সময় নির্জন রাস্তায় তিন যুবক আচমকাই তার পথ আটকান, গায়ে কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁরা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত ব্যক্তিরা চম্পট দেন।
চাতারপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণুপ্রসাদ প্রধান জানিয়েছেন, ‘এটা পূর্বপরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। মেয়েটি এখনো কথা বলার অবস্থায় নেই। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, ড্রোনের সাহায্যেও নজরদারি চলছে। খুব শিগগির দোষীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদী।’
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বার্ন কেয়ার বিভাগের মুখ্য চিকিৎসক নীলিমা পানিগ্রাহী জানিয়েছেন, ‘রোগীর ৬৫ শতাংশ শরীর পুড়ে গেছে। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত, ফলে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত সংকটজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’
এদিকে ঘটনাকে ঘিরে উত্তাল গঞ্জাম জেলার স্থানীয় মানুষজন। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চাতারপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য নারী কমিশনের চেয়ারপারসন কল্পনা বেহেরা বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে, কন্যাশ্রী সুরক্ষা প্রকল্পের নামে যা বলা হচ্ছে, বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো মুখ্যমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, ঘটনার তদন্তে একটি ‘বিশেষ তদন্তকারী দল’ গঠন করা হয়েছে।
ফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বার্ন ইউনিটে।
ঘটনাটি ঘটেছে ওডিশার গঞ্জাম জেলার চাতারপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে স্কুল থেকে এক বন্ধুর বাড়ি গিয়েছিল ওই কিশোরী। ফেরার সময় নির্জন রাস্তায় তিন যুবক আচমকাই তার পথ আটকান, গায়ে কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেন তাঁরা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত ব্যক্তিরা চম্পট দেন।
চাতারপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণুপ্রসাদ প্রধান জানিয়েছেন, ‘এটা পূর্বপরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। মেয়েটি এখনো কথা বলার অবস্থায় নেই। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা তিন যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, ড্রোনের সাহায্যেও নজরদারি চলছে। খুব শিগগির দোষীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদী।’
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বার্ন কেয়ার বিভাগের মুখ্য চিকিৎসক নীলিমা পানিগ্রাহী জানিয়েছেন, ‘রোগীর ৬৫ শতাংশ শরীর পুড়ে গেছে। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত, ফলে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত সংকটজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’
এদিকে ঘটনাকে ঘিরে উত্তাল গঞ্জাম জেলার স্থানীয় মানুষজন। অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চাতারপুর বাজারে পথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য নারী কমিশনের চেয়ারপারসন কল্পনা বেহেরা বলেন, ‘এই ঘটনা প্রমাণ করে, কন্যাশ্রী সুরক্ষা প্রকল্পের নামে যা বলা হচ্ছে, বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো মুখ্যমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, ঘটনার তদন্তে একটি ‘বিশেষ তদন্তকারী দল’ গঠন করা হয়েছে।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। শুক্রবার এই সিদ্ধান্ত দেশি-বিদেশি মহলে নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে...
২ মিনিট আগেগাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় ও খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য।
২১ মিনিট আগেভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ শুক্রবার (৮ আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ...
২ ঘণ্টা আগে