Ajker Patrika

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ চিকিৎসকের মৃত্যু

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ চিকিৎসকের মৃত্যু

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। মৃতের তালিকায় যুক্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মতো সম্মুখসারির যোদ্ধারা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে এখনো পর্যন্ত ৪২০ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে রাজধানী নয়াদিল্লিতেই প্রাণ গেছে ১০০ জন চিকিৎসকের।

গত সপ্তাহের শুরুতে ২৭০ জন চিকিৎসকের মৃত্যুর সংবাদ জানিয়েছিল আইএমএ। গত ১৭ মে করোনায় মারা যান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কে কে আগরওয়াল। অথচ তিনি টিকার দুটি ডোজই নিয়েছিলেন।

আইএমএর সভাপতি ডা. জে এ জয়লাল বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সবার জন্যই মারাত্মক হয়ে উঠেছে। তবে বিশেষ করে যাঁরা সামনে থেকে স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছেন তাঁদের জন্য দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ংকর।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারানসিতে স্বাস্থ্যকর্মীদের সাথে ভিডিও কনফারেন্স চলাকালীন করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের ধন্যবাদ জানান। করোনা বা কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

উল্লেখ্য, আইএমএ ৪২০ জন চিকিৎসকের মৃত্যুর খবর জানালেও প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ ভারতে বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১২ লাখের বেশি। তাদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ সদস্যের তথ্যই শুধু আইএমএ প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত