Ajker Patrika

মোদিকে ফোন দিয়ে যা বললেন পুতিন 

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৯: ০৮
মোদিকে ফোন দিয়ে যা বললেন পুতিন 

জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে এমনটি নিশ্চিত করেছেন পুতিন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। 

এবারের জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফোনে সম্মেলনে নিজের অনুপস্থিত থাকার বিষয়ে পুতিন বলেন, তাঁর পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্মেলনে অংশ নেবেন।

ভারত সরকার মোদি-পুতিন কথোপকথনের বিষয়ে এক বিবৃতিতে বলছে, ‘টেলিফোনে দুই নেতা জি-২০ সম্মেলন ছাড়াও বেশ কিছু ইস্যুতে আলোচনা করেছেন। আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক সমস্যা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।’

অবশ্য এর আগে গত সপ্তাহে রাশিয়ার এক মুখপাত্র জানিয়েছিলেন, পুতিনের ‘ব্যস্ত কর্মসূচি’ থাকায় তিনি জি-২০ সম্মেলনে অংশ নিতে পারবেন না। 

জি-২০ বিশ্বের ১৯টি ধনী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে একটি জোট। বর্তমানে এই জোটের সভাপতি ভারত। সদস্য দেশগুলোর মধ্যে প্রতিবছর কাউকে এই দায়িত্ব দেওয়া হয়।

নয়াদিল্লিতে এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন। সেখানে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি আলোচনার অন্যতম বিষয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

গত সপ্তাহে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস সম্মেলনেও অংশ নেননি পুতিন। এ বিষয়ে পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়—রুশ প্রেসিডেন্ট জোহানেসবার্গে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের সম্মেলনে যোগ দেননি। কারণ ইউক্রেনে রুশ আক্রমণের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কিত রোম সনদে দক্ষিণ আফ্রিকা স্বাক্ষর করায় দেশটিতে গেলে তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। এ অবস্থায় রাশিয়ার প্রতিনিধি হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেন সের্গেই লাভরভ। সম্মেলনে অনুপস্থিত থাকায় ব্রিকস নেতাদের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠান পুতিন।   

স্থানীয় সময় গতকাল সোমবার ভারত এক বিবৃতিতে জানায়, টেলিফোনে মোদি ‘রাশিয়ার সিদ্ধান্তের বিষয়টি বুঝতে পেরেছেন’ বলে জানান। এ সময় জি-২০ সভাপতি থাকাকালীন দিল্লির উদ্যোগকে সমর্থন করায় পুতিনকে ধন্যবাদ জানান মোদি।

এই দুই শীর্ষ নেতার ফোনালাপের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। রাশিয়ার বিবৃতিতে অবশ্য জি-২০ সম্মেলনে পুতিনের অংশ না নেওয়ার বিষয়টি ছিল না। তবে ব্রিকস নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে একমত হয়েছে বলে এতে বলা হয়। 

রাশিয়ার বিবৃতিতে বলা হয়, ‘ফোনালাপে রাশিয়া-ভারত সম্পর্কের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক বিশেষ কৌশলগত অংশীদারত্বের দিক থেকে সামনে এগিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত