Ajker Patrika

‘অগ্নিপথ’ ইস্যুতে অগ্নিগর্ভ ভারত, ১ জনের মৃত্যুসহ আহত ১৫

আপডেট : ১৭ জুন ২০২২, ১৬: ৪০
‘অগ্নিপথ’ ইস্যুতে অগ্নিগর্ভ ভারত, ১ জনের মৃত্যুসহ আহত ১৫

ভারতের সশস্ত্র বাহিনীতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পরিকল্পনা ‘অগ্নিপথের’ বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জনের বেশি। জ্বালিয়ে দেওয়া হয়েছে তিনটি ট্রেন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

অগ্নিপথ ইস্যুতে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ২০০ ট্রেন যাত্রা বাতিল কিংবা মাঝপথে যাত্রাবিরতি নিতে বাধ্য হয়েছে। এর মধ্যে অন্তত ৩৫টি ট্রেনের যাত্রা তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। 

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। ‘অগ্নিপথ’ ইস্যুতে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা ছাড়াও দেশটির বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। টানা তিন দিন ধরেই আন্দোলন-বিক্ষোভ চলছে এসব রাজ্যে। 

গতকাল বৃহস্পতিবার বিহারে একটি ট্রেনে অগ্নিসংযোগসহ রেলপথ অবরোধ করেছিল বিক্ষোভকারীরা। আজও একই পথ অবলম্বন করেছে তেলেঙ্গানার বিক্ষোভকারীরাও। সর্বশেষ গত তিন ঘণ্টা ধরে সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের রেলপথ অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। 

আগুন লাগিয়ে দেওয়া ট্রেনগুলো হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, রাজকোট এক্সপ্রেস ও অজন্তা এক্সপ্রেস। এদিন তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ছেড়ে যায় এমন ৬৫টি ট্রেনসহ সব মিলিয়ে ৭১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার ভারতের বিহার রাজ্যে ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতাকারীরা জম্মু-তাওয়ি এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগিয়ে দেয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত