কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন হয়েছে। বিতর্কিত রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। তাঁর জায়গায় ড. সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অন্তঃকোন্দল মেটাতেই রাজ্য নেতৃত্বে বদল আনলেন দিল্লির নেতারা। কারণ ভোটে পরাজয়ের পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে।
সোমবার সদ্য দলত্যাগী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষকেই পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের জন্য দায়ী করেছিলেন। দিলীপের বিরুদ্ধে আরও অনেক রাজ্য নেতাই ক্ষিপ্ত।
ইতিমধ্যেই বাবুলসহ একাধিক জাতীয় সংসদ ও রাজ্য বিধানসভার সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। প্রকাশ্যেই চলে আসে বিজেপির অন্তঃকোন্দল। ক্ষোভ বাড়তে থাকে দিলীপের বিরুদ্ধে।
তাই সোমবার আচমকাই দিলীপকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর জায়গায় নিয়ে আসায় হয় রাজ্য রাজনীতিতে অল্প পরিচিত মুখ সুকান্তকে।
বালুরঘাট থেকে জাতীয় সংসদে নির্বাচিত সদস্য সুকান্ত বহুদিন ধরেই বিজেপির আসল শক্তি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের লোক। হিন্দুত্ববাদী সুকান্ত প্রচারে খুব একটা আসেননি। বিতর্কও নেই তাঁকে নিয়ে।
দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২২ ডিসেম্বর। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবুও বদল করা হয় রাজ্য নেতৃত্ব।
এদিন সভাপতি বদলের পর দিলীপের প্রতিক্রিয়া, ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ড. সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তাঁর সাফল্য কামনা করি।
বিজেপি সূত্রের খবর, দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে। এর আগে এই পদে পশ্চিমবঙ্গ থেকে মুকুল রায় ছিলেন। মুকুল এখন তৃণমূলে যাওয়ায় দিলীপকে সেই পদটি দেওয়া হয়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন হয়েছে। বিতর্কিত রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। তাঁর জায়গায় ড. সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অন্তঃকোন্দল মেটাতেই রাজ্য নেতৃত্বে বদল আনলেন দিল্লির নেতারা। কারণ ভোটে পরাজয়ের পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে।
সোমবার সদ্য দলত্যাগী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষকেই পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের জন্য দায়ী করেছিলেন। দিলীপের বিরুদ্ধে আরও অনেক রাজ্য নেতাই ক্ষিপ্ত।
ইতিমধ্যেই বাবুলসহ একাধিক জাতীয় সংসদ ও রাজ্য বিধানসভার সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। প্রকাশ্যেই চলে আসে বিজেপির অন্তঃকোন্দল। ক্ষোভ বাড়তে থাকে দিলীপের বিরুদ্ধে।
তাই সোমবার আচমকাই দিলীপকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর জায়গায় নিয়ে আসায় হয় রাজ্য রাজনীতিতে অল্প পরিচিত মুখ সুকান্তকে।
বালুরঘাট থেকে জাতীয় সংসদে নির্বাচিত সদস্য সুকান্ত বহুদিন ধরেই বিজেপির আসল শক্তি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের লোক। হিন্দুত্ববাদী সুকান্ত প্রচারে খুব একটা আসেননি। বিতর্কও নেই তাঁকে নিয়ে।
দিলীপ ঘোষের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২২ ডিসেম্বর। কিন্তু তার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়। এমনকি ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তবুও বদল করা হয় রাজ্য নেতৃত্ব।
এদিন সভাপতি বদলের পর দিলীপের প্রতিক্রিয়া, ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ড. সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তাঁর সাফল্য কামনা করি।
বিজেপি সূত্রের খবর, দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সহসভাপতি করা হয়েছে। এর আগে এই পদে পশ্চিমবঙ্গ থেকে মুকুল রায় ছিলেন। মুকুল এখন তৃণমূলে যাওয়ায় দিলীপকে সেই পদটি দেওয়া হয়।
বরখাস্ত করার উদ্যোগের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন সময় মঙ্গলবার, কুকের আইনজীবী ওয়াশিংটনের খ্যাতনামা অ্যাটর্নি আবে লওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, শুধুমাত্র একটি রেফারেল চিঠির ভিত্তিতে কুককে বরখাস্তের প্রচেষ্টা বেআইনি...
২ ঘণ্টা আগেটানা ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীরে আবারও ঘটেছে ভূমি ধসের ঘটনা। হড়পা বান ও ধসের ঘটনায় বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। আশঙ্কা করা হচ্ছে, ধসের কবলে এখনো অনেকেই আটকে রয়েছেন।
৩ ঘণ্টা আগেসিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার ভোরে দামেস্কের নিকটবর্তী আল কিশওয়াহ এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জনপ্রিয় ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলি মির্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলম শহরের এই আলেমের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভিডিও বক্তব্যে নবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
১৩ ঘণ্টা আগে