মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ মন্তব্য করায় ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি বি আর গাভাই বলেছেন, কোনো কারণ ছাড়াই নিম্ন আদালত রাহুলকে সর্বোচ্চ দণ্ড দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মানহানির এই মামলা করেছিলেন গুজরাটের সাবেক এক বিধায়ক। আজ শুক্রবার সেই মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালত রাহুলকে সতর্কও করে দিয়েছেন। ফলে লোকসভার এমপি পদ ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী।
মোদির মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন গুজরাটের সুরাটের একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই রায় চ্যালেঞ্জ করে জেলা দায়রা আদালতে আপিল করেন রাহুল। কিন্তু সেখানে আপিল খারিজ হয়ে যায়। পরে সেই রায় চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে মামলার ওপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ চান রাহুল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন। এরপর সবশেষে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।
বিচারপতি বি আর গাভাই, পি এস নরসীমা ও সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রাহুল গান্ধীর স্থগিতাদেশ আবেদনের শুনানি করেন। সুপ্রিম কোর্ট বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আপিল আবেদনকারীর বক্তব্য ভালো রুচির ছিল না এবং আবেদনকারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।’
বিচারপতি গাভাই বলেন, নিম্ন আদালত রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা হিসেবে দুই বছরের কারাদণ্ড দিলেও এর কোনো কারণ দেখাননি। কিন্তু এই রায়ের ফলে তিনি লোকসভায় অযোগ্য হন।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাহুল গান্ধীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর দলের নেতা-কর্মীরা আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। কংগ্রেসের দিল্লির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক লোকসমাগম হয়েছে। শুরু হয়েছে মিষ্টি বিতরণ।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি আজ শুক্রবারই লোকসভার স্পিকারের কাছে রাহুল গান্ধীর সদস্যপদ পুনর্বহালের বিষয়ে আবেদন জানাবেন। উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা।
অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। এটি সত্যের জয়...মোদিকে এ জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে।’
এ বিষয়ে বিজেপি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
মোদির উপনাম নিয়ে ‘ব্যঙ্গাত্মক’ মন্তব্য করায় ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতির বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি বি আর গাভাই বলেছেন, কোনো কারণ ছাড়াই নিম্ন আদালত রাহুলকে সর্বোচ্চ দণ্ড দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মানহানির এই মামলা করেছিলেন গুজরাটের সাবেক এক বিধায়ক। আজ শুক্রবার সেই মামলার ওপর স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালত রাহুলকে সতর্কও করে দিয়েছেন। ফলে লোকসভার এমপি পদ ফিরে পাচ্ছেন রাহুল গান্ধী।
মোদির মানহানি মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন গুজরাটের সুরাটের একটি ম্যাজিস্ট্রেট আদালত। সেই রায় চ্যালেঞ্জ করে জেলা দায়রা আদালতে আপিল করেন রাহুল। কিন্তু সেখানে আপিল খারিজ হয়ে যায়। পরে সেই রায় চ্যালেঞ্জ করে গুজরাট হাইকোর্টে মামলার ওপর স্টে অর্ডার বা স্থগিতাদেশ চান রাহুল। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন। এরপর সবশেষে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।
বিচারপতি বি আর গাভাই, পি এস নরসীমা ও সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ রাহুল গান্ধীর স্থগিতাদেশ আবেদনের শুনানি করেন। সুপ্রিম কোর্ট বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আপিল আবেদনকারীর বক্তব্য ভালো রুচির ছিল না এবং আবেদনকারীকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।’
বিচারপতি গাভাই বলেন, নিম্ন আদালত রাহুল গান্ধীকে সর্বোচ্চ সাজা হিসেবে দুই বছরের কারাদণ্ড দিলেও এর কোনো কারণ দেখাননি। কিন্তু এই রায়ের ফলে তিনি লোকসভায় অযোগ্য হন।
সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর রাহুল গান্ধীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর দলের নেতা-কর্মীরা আনন্দ-উৎসবে মেতে উঠেছেন। কংগ্রেসের দিল্লির দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক লোকসমাগম হয়েছে। শুরু হয়েছে মিষ্টি বিতরণ।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী এই রায়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি আজ শুক্রবারই লোকসভার স্পিকারের কাছে রাহুল গান্ধীর সদস্যপদ পুনর্বহালের বিষয়ে আবেদন জানাবেন। উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা।
অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘রাহুল গান্ধী তাঁর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। এটি সত্যের জয়...মোদিকে এ জন্য চড়া মূল্য পরিশোধ করতে হবে।’
এ বিষয়ে বিজেপি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
থাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
২৫ মিনিট আগেপাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তাঁর দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সিরিয়ার দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানিয়েছেন শারার প্রতি। এর আগের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
৩ ঘণ্টা আগে