আজ বুধবার ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে দেশটির বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ থেকে জানা গেছে, প্রায় ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিজেপি। তবে নিশ্চিতভাবে এই ভোটের ফল জানা যাবে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি)।
৭০ আসনের দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বুথফেরত জরিপে দেখা গেছে, বিজেপি এবারের নির্বাচনে ৪১টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি ২৮টি ও কংগ্রেস মাত্র একটি আসন পেতে পারে। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে শূন্য আসন পাওয়া কংগ্রেসের জন্য এটি স্বস্তিদায়ক হলেও মোট ফলাফল তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আর যদি এই পূর্বাভাস সত্য হয়, তবে দুই দশক পর দিল্লির ক্ষমতায় ফিরবে বিজেপি।
অন্যদিকে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে বিপুল জয় পাওয়া আম আদমি পার্টি এবার অ্যান্টি-ইনকামবেন্সি (১০ বছরের শাসনের বিরুদ্ধে জনমত) ও দুর্নীতির অভিযোগের কারণে বড় ক্ষতির মুখে পড়তে পারে। গত বছর দুর্নীতির অভিযোগের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
পাঁচটি বুথফেরত জরিপের গড় বিশ্লেষণ করে দেখা গেছে, বিজেপি পেতে পারে ৩৯টি আসন (সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি)। আম আদমি পার্টি পেতে পারে ৩০টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র এক থেকে দুটি আসন। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বুথফেরত জরিপ অনেক সময় সঠিক হয় না।
বিশ্লেষকেরা মনে করছেন, বিজেপির সাফল্যের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, কংগ্রেস ভোটে ফেরার ফলে আম আদমি পার্টির ভোট ভাগ হয়েছে, যা বিজেপিকে সুবিধা দিয়েছে। দ্বিতীয়ত, ঝুপড়ি কলোনি ও অননুমোদিত বসতিগুলোর ভোট বিজেপির দিকে ঝুঁকেছে। তৃতীয়ত, মদসংক্রান্ত নীতি নিয়ে আম আদমি পার্টির কেলেঙ্কারি ও ‘শীশমহল’ বিতর্ক (কেজরিওয়ালের বিলাসবহুল সরকারি বাসভবন সংস্কার ব্যয়) জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সর্বোপরি বিজেপি ও মোদির আগ্রাসী প্রচার ও আক্রমণাত্মক প্রচারণা ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে ব্যাপক প্রভাবিত করেছে।
এদিকে ২০১৩ সালের পর থেকে দিল্লিতে রাজনৈতিকভাবে প্রায় অদৃশ্য কংগ্রেস। বিভিন্ন বুথফেরত জরিপ অনুযায়ী, তাদের সর্বোচ্চ দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, ‘আম আদমি পার্টি বিদায় নিচ্ছে।’
অন্যদিকে আম আদমি পার্টির নেত্রী রিনা গুপ্ত দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘যেকোনো বুথফেরত জরিপ দেখুন, আমাদের সব সময় কম আসন দেখানো হয়। কিন্তু বাস্তবে আমরা বেশি আসন পেয়েছি। এবারও ইতিহাস গড়বে আমাদের দল, কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী হবেন।’
তবে আজকের এই বুথফেরত জরিপ যদি সত্য হয়, দিল্লির রাজনৈতিক মানচিত্র পুরো বদলে যাবে। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরবে বিজেপি। আর এমনটি হলে আম আদমি পার্টি বড় ধাক্কা খাবে।
আজ বুধবার ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে দেশটির বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ থেকে জানা গেছে, প্রায় ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরতে যাচ্ছে বিজেপি। তবে নিশ্চিতভাবে এই ভোটের ফল জানা যাবে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি)।
৭০ আসনের দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বুথফেরত জরিপে দেখা গেছে, বিজেপি এবারের নির্বাচনে ৪১টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি ২৮টি ও কংগ্রেস মাত্র একটি আসন পেতে পারে। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে শূন্য আসন পাওয়া কংগ্রেসের জন্য এটি স্বস্তিদায়ক হলেও মোট ফলাফল তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আর যদি এই পূর্বাভাস সত্য হয়, তবে দুই দশক পর দিল্লির ক্ষমতায় ফিরবে বিজেপি।
অন্যদিকে ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে বিপুল জয় পাওয়া আম আদমি পার্টি এবার অ্যান্টি-ইনকামবেন্সি (১০ বছরের শাসনের বিরুদ্ধে জনমত) ও দুর্নীতির অভিযোগের কারণে বড় ক্ষতির মুখে পড়তে পারে। গত বছর দুর্নীতির অভিযোগের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।
পাঁচটি বুথফেরত জরিপের গড় বিশ্লেষণ করে দেখা গেছে, বিজেপি পেতে পারে ৩৯টি আসন (সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি)। আম আদমি পার্টি পেতে পারে ৩০টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র এক থেকে দুটি আসন। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বুথফেরত জরিপ অনেক সময় সঠিক হয় না।
বিশ্লেষকেরা মনে করছেন, বিজেপির সাফল্যের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, কংগ্রেস ভোটে ফেরার ফলে আম আদমি পার্টির ভোট ভাগ হয়েছে, যা বিজেপিকে সুবিধা দিয়েছে। দ্বিতীয়ত, ঝুপড়ি কলোনি ও অননুমোদিত বসতিগুলোর ভোট বিজেপির দিকে ঝুঁকেছে। তৃতীয়ত, মদসংক্রান্ত নীতি নিয়ে আম আদমি পার্টির কেলেঙ্কারি ও ‘শীশমহল’ বিতর্ক (কেজরিওয়ালের বিলাসবহুল সরকারি বাসভবন সংস্কার ব্যয়) জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সর্বোপরি বিজেপি ও মোদির আগ্রাসী প্রচার ও আক্রমণাত্মক প্রচারণা ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে ব্যাপক প্রভাবিত করেছে।
এদিকে ২০১৩ সালের পর থেকে দিল্লিতে রাজনৈতিকভাবে প্রায় অদৃশ্য কংগ্রেস। বিভিন্ন বুথফেরত জরিপ অনুযায়ী, তাদের সর্বোচ্চ দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, ‘আম আদমি পার্টি বিদায় নিচ্ছে।’
অন্যদিকে আম আদমি পার্টির নেত্রী রিনা গুপ্ত দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘যেকোনো বুথফেরত জরিপ দেখুন, আমাদের সব সময় কম আসন দেখানো হয়। কিন্তু বাস্তবে আমরা বেশি আসন পেয়েছি। এবারও ইতিহাস গড়বে আমাদের দল, কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী হবেন।’
তবে আজকের এই বুথফেরত জরিপ যদি সত্য হয়, দিল্লির রাজনৈতিক মানচিত্র পুরো বদলে যাবে। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরবে বিজেপি। আর এমনটি হলে আম আদমি পার্টি বড় ধাক্কা খাবে।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১৪ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে