ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার মন্তব্য করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুর্ঘটনাবশত দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গতকাল রোববার মনোহর লাল খাট্টার হরিয়ানা রাজ্যের রোহতকে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মনোহর লালের এই মন্তব্য কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া উসকে দিয়েছে। কংগ্রেস নেতা ও হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুদা এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘যিনি (মনোহর) নিজেই দুর্ঘটনাক্রমে মন্ত্রী হয়েছেন, তাঁর এমন মন্তব্য করা উচিত নয়।’
বিজেপি সরকারে মন্ত্রী বলেন, ‘জওহরলাল নেহরুর জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এবং ড. বি আর আম্বেদকর প্রধানমন্ত্রীর পদে বসার যোগ্য ছিলেন।’ সমাবেশে বিজেপি সরকারের পক্ষ থেকে ড. বি আর আম্বেদকরের প্রতি দেখানো শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ এবং এর রচনায় ড. আম্বেদকরের অবদান আমরা চিরকাল স্মরণ করব। আমাদের উচিত সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং এটি থেকে শিক্ষা নেওয়া। ড. আম্বেদকর জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। উদাহরণস্বরূপ, তাঁর মৃত্যুর পর দিল্লিতে তাঁকে দাহ করার কোনো স্থান দেওয়া হয়নি। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা আম্বেদকরের স্মৃতি ধরে রাখতে পাঁচটি পবিত্র স্থান প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে যে পরিমাণ শ্রদ্ধা দেখানো হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি।’
ভারতের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মারা যাওয়ার কয়েক দিন পর মনোহর লাল খাট্টার এই মন্তব্য করলেন। তাঁর মৃত্যুর পর দিল্লিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ, দেশের পূর্ববর্তী সব প্রধানমন্ত্রীর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী খাট্টার বলেন, ‘এবার অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল দিল্লিতে আর সরকার গঠন করতে পারবে না। বিজেপি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং ভালো ফল করবে।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বিশাল ব্যবধানে জয়লাভ করে। সেই নির্বাচনে নয়াব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খাট্টার মন্তব্য করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দুর্ঘটনাবশত দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গতকাল রোববার মনোহর লাল খাট্টার হরিয়ানা রাজ্যের রোহতকে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মনোহর লালের এই মন্তব্য কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া উসকে দিয়েছে। কংগ্রেস নেতা ও হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর হুদা এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘যিনি (মনোহর) নিজেই দুর্ঘটনাক্রমে মন্ত্রী হয়েছেন, তাঁর এমন মন্তব্য করা উচিত নয়।’
বিজেপি সরকারে মন্ত্রী বলেন, ‘জওহরলাল নেহরুর জায়গায় সর্দার বল্লভভাই প্যাটেল এবং ড. বি আর আম্বেদকর প্রধানমন্ত্রীর পদে বসার যোগ্য ছিলেন।’ সমাবেশে বিজেপি সরকারের পক্ষ থেকে ড. বি আর আম্বেদকরের প্রতি দেখানো শ্রদ্ধার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ এবং এর রচনায় ড. আম্বেদকরের অবদান আমরা চিরকাল স্মরণ করব। আমাদের উচিত সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং এটি থেকে শিক্ষা নেওয়া। ড. আম্বেদকর জীবনে বহু প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। উদাহরণস্বরূপ, তাঁর মৃত্যুর পর দিল্লিতে তাঁকে দাহ করার কোনো স্থান দেওয়া হয়নি। তবে আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা আম্বেদকরের স্মৃতি ধরে রাখতে পাঁচটি পবিত্র স্থান প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে যে পরিমাণ শ্রদ্ধা দেখানো হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি।’
ভারতের সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মারা যাওয়ার কয়েক দিন পর মনোহর লাল খাট্টার এই মন্তব্য করলেন। তাঁর মৃত্যুর পর দিল্লিতে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়। কারণ, দেশের পূর্ববর্তী সব প্রধানমন্ত্রীর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মন্ত্রী খাট্টার বলেন, ‘এবার অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দল দিল্লিতে আর সরকার গঠন করতে পারবে না। বিজেপি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং ভালো ফল করবে।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি বিশাল ব্যবধানে জয়লাভ করে। সেই নির্বাচনে নয়াব সিং সাইনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১০ ঘণ্টা আগে