Ajker Patrika

‘প্রেমের শাস্তি’ হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২৫, ২১: ৫১
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের ওডিশায় স্থানীয় সামাজিক রীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে এক তরুণ দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে হালচাষ করানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ওডিশার রায়গাদা জেলার কাঞ্জামাজিরা গ্রামের। ওই গ্রামের এক তরুণ-তরুণী সম্প্রতি প্রেমে পড়ে বিয়ে করেন। তবে গ্রামবাসী তাঁদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কারণ, ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই। স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহকে ‘নিষিদ্ধ’ বলে মনে করা হয়।

এর শাস্তি হিসেবে গ্রামবাসী ওই দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে দেয় এবং একটি মাঠজুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করে। ভিডিওতে দেখা যায়, যখন দম্পতি জোয়াল টানছেন, তখন দুজন লোক তাঁদের লাঠি দিয়েও মারধর করছে।

জনসমক্ষে এই হেনস্তার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের কথিত ‘পাপমোচনের’ জন্য শুদ্ধীকরণ আচার পালন করানো হয়।

স্থানীয় পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি দল ওই গ্রামে গেছে। দ্রুত মামলা করা হবে।

একই ধরনের আরেকটি ঘটনা এই বছরের জানুয়ারিতে রায়গাদা জেলাতে ঘটেছিল। সেখানে এক নারী ভিন্ন বর্ণের এক পুরুষকে বিয়ে করায় একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধীকরণ’ আচারের অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত