আজকের পত্রিকা ডেস্ক
ভারতের ওডিশায় স্থানীয় সামাজিক রীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে এক তরুণ দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে হালচাষ করানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ওডিশার রায়গাদা জেলার কাঞ্জামাজিরা গ্রামের। ওই গ্রামের এক তরুণ-তরুণী সম্প্রতি প্রেমে পড়ে বিয়ে করেন। তবে গ্রামবাসী তাঁদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কারণ, ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই। স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহকে ‘নিষিদ্ধ’ বলে মনে করা হয়।
এর শাস্তি হিসেবে গ্রামবাসী ওই দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে দেয় এবং একটি মাঠজুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করে। ভিডিওতে দেখা যায়, যখন দম্পতি জোয়াল টানছেন, তখন দুজন লোক তাঁদের লাঠি দিয়েও মারধর করছে।
জনসমক্ষে এই হেনস্তার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের কথিত ‘পাপমোচনের’ জন্য শুদ্ধীকরণ আচার পালন করানো হয়।
#VIDEO | Villagers Object To Marriage, Couple Tied To Yoke Like Oxen, Made To Plough Field pic.twitter.com/KjFr4Q3cKq
— NDTV (@ndtv) July 11, 2025
স্থানীয় পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি দল ওই গ্রামে গেছে। দ্রুত মামলা করা হবে।
একই ধরনের আরেকটি ঘটনা এই বছরের জানুয়ারিতে রায়গাদা জেলাতে ঘটেছিল। সেখানে এক নারী ভিন্ন বর্ণের এক পুরুষকে বিয়ে করায় একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধীকরণ’ আচারের অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল।
ভারতের ওডিশায় স্থানীয় সামাজিক রীতির বিরুদ্ধে গিয়ে বিয়ে করার শাস্তি হিসেবে এক তরুণ দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে হালচাষ করানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ওডিশার রায়গাদা জেলার কাঞ্জামাজিরা গ্রামের। ওই গ্রামের এক তরুণ-তরুণী সম্প্রতি প্রেমে পড়ে বিয়ে করেন। তবে গ্রামবাসী তাঁদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল। কারণ, ছেলেটি মেয়েটির ফুফাতো ভাই। স্থানীয় প্রথা অনুযায়ী এ ধরনের বিবাহকে ‘নিষিদ্ধ’ বলে মনে করা হয়।
এর শাস্তি হিসেবে গ্রামবাসী ওই দম্পতিকে গরুর জোয়ালের সঙ্গে বেঁধে দেয় এবং একটি মাঠজুড়ে সেটিকে টেনে নিয়ে যেতে বাধ্য করে। ভিডিওতে দেখা যায়, যখন দম্পতি জোয়াল টানছেন, তখন দুজন লোক তাঁদের লাঠি দিয়েও মারধর করছে।
জনসমক্ষে এই হেনস্তার পর দম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের কথিত ‘পাপমোচনের’ জন্য শুদ্ধীকরণ আচার পালন করানো হয়।
#VIDEO | Villagers Object To Marriage, Couple Tied To Yoke Like Oxen, Made To Plough Field pic.twitter.com/KjFr4Q3cKq
— NDTV (@ndtv) July 11, 2025
স্থানীয় পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি দল ওই গ্রামে গেছে। দ্রুত মামলা করা হবে।
একই ধরনের আরেকটি ঘটনা এই বছরের জানুয়ারিতে রায়গাদা জেলাতে ঘটেছিল। সেখানে এক নারী ভিন্ন বর্ণের এক পুরুষকে বিয়ে করায় একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধীকরণ’ আচারের অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল।
পশ্চিমা গুরুত্বপূর্ণ দেশের কাছ থেকে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি মিলেছে। গত রোববার যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনে এখনো হামলা চলছে। তবে এরপরও পশ্চিমাদের স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ইরানের মরফিন ও অন্যান্য ওপিওয়েড উৎপাদকেরা এত দিন জব্দকৃত অবৈধ আফগান মাদকের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ২০২২ সালে তালেবান সরকার আফিম চাষে কড়াকড়ি আরোপ করার পর জব্দকৃত মাদকের পরিমাণ ব্যাপকভাবে কমে যায়।
৭ ঘণ্টা আগেজাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় এইচ-১বি ভিসা ইস্যু ও বাণিজ্যিক টানাপোড়েন প্রধানত গুরুত্ব পেয়েছে।
৭ ঘণ্টা আগেওই নারীর স্বামী আমাজনের একজন প্রকৌশলী হিসেবে কাজ করেন। তিনি স্ত্রীকে বিচ্ছেদ বাবদ ৩৫ লাখ রুপি দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী দাবি করেছেন ৫ কোটি রুপি। তবে ওই নারীর আইনজীবী বলেন, মধ্যস্থতা কেন্দ্রে ৫ কোটি রুপি থেকে খোরপোশের পরিমাণ কমানো হয়েছে।
৮ ঘণ্টা আগে