দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের পর এবার পাল্টাপাল্টি ‘তকমা’ দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে দুই দল। গতকাল দুই দলের নেতারা যেভাবে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি করেছেন সে তুলনায় এই যুদ্ধকে অবশ্য অনেকে সৃজনশীলই বলছেন!
নব্বইয়ের দশকের একটি সিনেমার পোস্টার সম্পাদন করে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ বলে সম্বোধন করে পোস্টার বানিয়েছে দিল্লি বিজেপি। অপর দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে বিজেপি নেতাদের ‘ব্যালট চোর, মাছায়ে শোর’ বা ‘ব্যালট চোরের বড় গলা’ বলে অভিহিত করে পোস্টার বানিয়েছে।
দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশনে (এমসিডি) ধস্তাধস্তির একদিন পরে পোস্টার যুদ্ধে নামল দুই দল। ছয় সদস্যের পৌর কমিটি নির্বাচনে আম আদমির মেয়র শেলি ওবেরয় একটি ভোটকে অবৈধ ঘোষণা করলে বিজেপি এবং এএপির সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে একে অপরকে লাথি, ঘুষি এবং ধাক্কা দেন। বিশৃঙ্খলার সময় অশোক মনু নামে একজন কাউন্সিলর জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আগামী সোমবার পর্যন্ত বডির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মেয়র বলেছেন, গতকাল ব্যালট পেপার এবং অন্যান্য নথি ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণে আবার ভোট হতে হবে।
ডিসেম্বরে অনুষ্ঠিত এমসিডি নির্বাচনে হেরে যাওয়া বিজেপি আজ শনিবার দাবি করেছে, কারিগরি বিশেষজ্ঞদের গণনার ভিত্তিতে নাগরিক সংস্থার স্থায়ী কমিটিতে তাঁদের তিনজন সদস্য পাওয়ার কথা। মেয়রের এটি মেনে নিয়ে ফলাফল ঘোষণা করা উচিত।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দিল্লি বিজেপির কার্যনির্বাহী সভাপতি বীরেন্দ্র সচদেবা অভিযোগ করেন, মেয়র শেলি ওবেরয় স্থায়ী কমিটির পুনর্নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’। তাঁর আশা, আগামী সোমবার মেয়র তাঁদের কথা শুনতে রাজি হবেন। তা না হলে তাঁরা আইনি উপায় খুঁজতে পারেন।
এদিকে আম আদমির বিধায়ক অতীশি গতকাল বিশৃঙ্খলার পর সাংবাদিকদের বলেন, একজন মেয়র, হাউসের প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখেন। বিজেপি সদস্যরা একমত না হলে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে তাঁরা আদালতে যেতে পারেন। কিন্তু তাঁরা সহিংসতার পথ বেছে নিয়েছেন।
দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের পর এবার পাল্টাপাল্টি ‘তকমা’ দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে দুই দল। গতকাল দুই দলের নেতারা যেভাবে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি করেছেন সে তুলনায় এই যুদ্ধকে অবশ্য অনেকে সৃজনশীলই বলছেন!
নব্বইয়ের দশকের একটি সিনেমার পোস্টার সম্পাদন করে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ বলে সম্বোধন করে পোস্টার বানিয়েছে দিল্লি বিজেপি। অপর দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে বিজেপি নেতাদের ‘ব্যালট চোর, মাছায়ে শোর’ বা ‘ব্যালট চোরের বড় গলা’ বলে অভিহিত করে পোস্টার বানিয়েছে।
দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশনে (এমসিডি) ধস্তাধস্তির একদিন পরে পোস্টার যুদ্ধে নামল দুই দল। ছয় সদস্যের পৌর কমিটি নির্বাচনে আম আদমির মেয়র শেলি ওবেরয় একটি ভোটকে অবৈধ ঘোষণা করলে বিজেপি এবং এএপির সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে একে অপরকে লাথি, ঘুষি এবং ধাক্কা দেন। বিশৃঙ্খলার সময় অশোক মনু নামে একজন কাউন্সিলর জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আগামী সোমবার পর্যন্ত বডির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মেয়র বলেছেন, গতকাল ব্যালট পেপার এবং অন্যান্য নথি ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণে আবার ভোট হতে হবে।
ডিসেম্বরে অনুষ্ঠিত এমসিডি নির্বাচনে হেরে যাওয়া বিজেপি আজ শনিবার দাবি করেছে, কারিগরি বিশেষজ্ঞদের গণনার ভিত্তিতে নাগরিক সংস্থার স্থায়ী কমিটিতে তাঁদের তিনজন সদস্য পাওয়ার কথা। মেয়রের এটি মেনে নিয়ে ফলাফল ঘোষণা করা উচিত।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দিল্লি বিজেপির কার্যনির্বাহী সভাপতি বীরেন্দ্র সচদেবা অভিযোগ করেন, মেয়র শেলি ওবেরয় স্থায়ী কমিটির পুনর্নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি ‘অগণতান্ত্রিক’ এবং ‘অসাংবিধানিক’। তাঁর আশা, আগামী সোমবার মেয়র তাঁদের কথা শুনতে রাজি হবেন। তা না হলে তাঁরা আইনি উপায় খুঁজতে পারেন।
এদিকে আম আদমির বিধায়ক অতীশি গতকাল বিশৃঙ্খলার পর সাংবাদিকদের বলেন, একজন মেয়র, হাউসের প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখেন। বিজেপি সদস্যরা একমত না হলে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে তাঁরা আদালতে যেতে পারেন। কিন্তু তাঁরা সহিংসতার পথ বেছে নিয়েছেন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েল নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে গত ১৮ মাসের বেশি সময় ধরে। এ সময়ে ইসরায়েলি বাহিনী প্রতিদিন অঞ্চলটিতে ঘণ্টায় গড়ে প্রায় ১ জন করে ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে এবং এখনো করছে। আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ইউরোপ-মেড হিউম্যান রাইটস মনিটর এই তথ্য জানিয়েছে।
২১ মিনিট আগেভিয়েতনামের রাষ্ট্রপ্রধান তো লামের মস্কো সফর শেষে এল এই ঘোষণা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রায় এক দশক আগে স্থগিত হওয়া পরমাণু প্রকল্পের পরিকল্পনা আবার সক্রিয় করেছে, কারণ, তাদের দ্রুত বিকাশমান অর্থনীতিকে টিকিয়ে রাখতে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
৩৮ মিনিট আগেএই ঘোষণার পর তুরস্ক ও পিকেকের দীর্ঘদিনের সংঘাত শেষ হওয়ার পথ তৈরি হয়েছে, যে সংঘাত ছড়িয়ে পড়েছিল সিরিয়া ও ইরাকেও। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে কারাগার থেকে এক চিঠিতে গোষ্ঠীটিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান ওজালান।
৪৩ মিনিট আগে৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
১ ঘণ্টা আগে