ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।
তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।
অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।
ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।
তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।
অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।
বিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
৪ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৩৪ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২ ঘণ্টা আগে