Ajker Patrika

উত্তর প্রদেশে জিততে প্রতিশ্রুতির ফুলঝুরি

কলকাতা প্রতিনিধি
উত্তর প্রদেশে জিততে প্রতিশ্রুতির ফুলঝুরি

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে জিততে নানান প্রতিশ্রুতি দিচ্ছে দলগুলো। প্রতি মাসে মাথা পিছু এক কেজি করে ঘি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি (সপা)।

বিজেপি নেতা অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি জিতলে আসন্ন হোলি উৎসবে প্রতিটি পরিবার পাবে একটি করে রান্নার গ্যাসের সিলিন্ডার। এছাড়া কৃষকদের ইলেকট্রিক বিল দিতে হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

অখিলেশ প্রতিশ্রুতি দিয়েছেন, ঘরে ঘরে বিনা মূল্যে রেশন দেবে সরকার। বছরে দুটি রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

উল্লেখ্য, উত্তর প্রদেশে বিধানসভা ভোট শুরু হয়ে গেছে। সাত দফায় ভোট হবে। এরই মধ্যে প্রথম দু’দফায় ১১৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। বাকি ২৯০ আসনের ভোট হবে পরবর্তী পাঁচ দফায়। ভোট শেষ হবে আগামী ৭ মার্চ। ভোট গণনা ১০ মার্চ। বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। 

সমাজবাদী পার্টি (সপা) বিজেপির বিরুদ্ধে দুঃশাসনের অভিযোগ তুলেছে। আর বিজেপির অভিযোগ, সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের আমলে উত্তর প্রদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ ছিল। ভোটের ময়দানে রয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরাও। তাঁর প্রচার নারীর ক্ষমতায়ন নিয়েই বেশি। তবে কোভিডের কারণে বেশির ভাগ প্রচারই হচ্ছে ভার্চুয়াল। আগামী রোববার উত্তর প্রদেশে তৃতীয় দফায় ৫৯টি কেন্দ্রে ভোট হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত