Ajker Patrika

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৮ 

আপডেট : ২৫ জুন ২০২১, ১৭: ০৫
চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৮ 

ঢাকা: চীনের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আজ শুক্রবার ভোরে দেশটির হেনান প্রদেশে ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধানকে আটক করেছে পুলিশ। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের হেনান প্রদেশের ঝেচেং কাউন্টির সরকার ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভোররাত ৩টার দিকে স্থানীয় একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।  

অগ্নিকাণ্ডে আহত হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা ঝংহং বলেন, ``আমার সন্তানের বয়স ৯ বছর। আমি তার বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারছি না।' 

অগ্নিকাণ্ডের সময় মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে থাকা আরেক শিশুর বাবা বলেন, `খুবই সৌভাগ্যজনকভাবে অগ্নিকাণ্ড থেকে আমার ছেলে বাঁচতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে আমি নির্দিষ্ট কিছু জানি না।'

রয়টার্স বলছে, চীনে অগ্নিকাণ্ডের কারণে হতাহতের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশটির বিদ্যমান ভবনগুলোতে সামঞ্জস্যহীন নিরাপত্তা প্রটোকল এবং মানহীন নির্মাণ কর্মকাণ্ডের কারণেই দুর্ঘটনা ঘটে থাকে। 

এর আগে ২০০০ সালে চীনের লউয়াং শহরে ক্রিস্টমাস ডের অনুষ্ঠানে নাইট ক্লাবে আগুন লেগে ৩০৯ জন নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত