Ajker Patrika

বাংলাদেশ–পাকিস্তান মিশে যাক ভারতের সঙ্গে: হরিয়ানার মুখ্যমন্ত্রী

কলকাতা প্রতিনিধি
বাংলাদেশ–পাকিস্তান মিশে যাক ভারতের সঙ্গে: হরিয়ানার মুখ্যমন্ত্রী

পাকিস্তান ও বাংলাদেশ ভারতের সঙ্গে একীভূত হয়ে যাক ভারতের সঙ্গে। দুই জার্মানি যেভাবে একত্র হয়ে দেশটির অখণ্ডতা ফিরিয়ে এনেছে তেমনি ভারতেও ফিরে আসুক অখণ্ডতা। গত সোমবার ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা মনোহর লাল খট্টর এই দাবি করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হরিয়ানার গুরু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই দাবি করেন। তিনি বলেন, ‘দেশভাগের ঘটনা বেদনাদায়ক। কেবল ধর্মীয় কারণেই এই বিভাজন করা হয়েছিল।’

এ সময় মনোহর লাল খট্টর দুই জার্মানির একীভূত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘পূর্ব এবং পশ্চিম জার্মানি যখন একীভূত হতে পেরেছে তখন ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের একীভূতকরণও সম্ভব। খুব বেশি আগে নয়, ১৯৯১ সালেই জনতা বার্লিন দেয়াল ভেঙে ফেলেছিল।’

বিজেপির এই নেতা আরও বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতেই তাঁদের “সংখ্যালঘু” বলা হয়।’ একই সঙ্গে বিজেপি নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। এ সময় তিনি, ভারতের সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেস নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘মানুষ কংগ্রেসের এই মতাদর্শ বুঝে গেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত