Ajker Patrika

বোতলে ভরা লেবুপানি নাকি ফলের জুস, সিদ্ধান্ত দেবেন সুপ্রিম কোর্ট

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৭: ৫২
বোতলে ভরা লেবুপানি নাকি ফলের জুস, সিদ্ধান্ত দেবেন সুপ্রিম কোর্ট

ভারতের জনপ্রিয় পানীয় ‘নিম্বুজ’ লেবুপানি না ফলের জুস—এই প্রশ্নের সমাধান হতে যাচ্ছে ভারতের সুপ্রিম কোর্টে। ভারতের শীর্ষ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পণ্যটির ওপর আরোপিত আবগারি শুল্কের সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। বিচারপতি এমআর শাহ ও বিভি নাগারথনারের বেঞ্চে আগামী মাসে আবেদনটির শুনানি হতে পারে। গত ১১ মার্চ শুনানি শেষে আদালত এ ঘোষণা দেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ থেকে ভারতের আদালতে মামলাটি চলছে । ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে 'নিম্বুজ'-এর শ্রেণীকরণ পরিবর্তন করা হতে পারে। 

এর আগে বিচারপতি দিলীপ গুপ্তা এবং পি ভেঙ্কটা সুব্বা রাও-এর বেঞ্চ 'নিম্বুজ'কে একটি ফলের রসভিত্তিক পানীয় হিসেবে  শ্রেণিবদ্ধ করেন। পরে পিটিশনটি দায়ের করে আরাধনা ফুডস নামে একটি কোম্পানি। তারা নিম্বুজ পানীয়টিকে ‘ফলের রসভিত্তিক পানীয়'র বর্তমান অবস্থার পরিবর্তে লেমনেড হিসেবে শ্রেণিবদ্ধ করতে চায়। 

২০১৩ সালে ‘নিম্বুজ’ পানীয়টি বাজারে নিয়ে আসে পেপসিকো। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, পানীয়টি আসল লেবুর রস দিয়ে তৈরি। এরপর থেকেই বিতর্ক তৈরি হয় যে এটি কি শরবত, না ফলের জুস?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত