Ajker Patrika

৭ মাস পর ভারতে সংক্রমণ লাখ ছাড়াল 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৩০
৭ মাস পর ভারতে সংক্রমণ লাখ ছাড়াল 

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত এক দিনে ১ লাখ ১৭ হাজার ১০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা গতকালের চেয়ে ২৮ শতাংশ বেশি। আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।  

এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতে ৯০ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত ৬ জুন ভারতে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। ওই দিন ভারতে  ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়।  

এদিকে ভারতে গত এক দিনে করোনায় মারা গেছে ৩০২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮৩ হাজার ১৭৮ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত ৩ হাজার ৭ জন ওমিক্রনে আক্রান্ত করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৮৭৬ জন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। 

ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত