Ajker Patrika

এবার মোদীর কাছে পশ্চিমবঙ্গের নাম বদলে দেওয়ার দাবি মমতার

প্রতিনিধি, কলকাতা
এবার মোদীর কাছে পশ্চিমবঙ্গের নাম বদলে দেওয়ার দাবি মমতার

পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবারও দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দিল্লি সফররত মমতা মোদীর সঙ্গে বৈঠকের পর নিজেই এ কথা জানান। 

 ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই রাজ্যের নাম 'বাংলা' করার প্রক্রিয়া শুরু করেন মমতা ব্যানার্জি। এ জন্য মন্ত্রিসভার বৈঠকের পর নিয়ম মেনে বিধানসভায় প্রস্তাবও পাশ করান তিনি। তারপর রাজ্যপালের সম্মতি নিয়ে প্রস্তাবটি দিল্লিতে পাটানো হয়। 

রাজ্যের নাম বদলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন জরুরি। বহুদিন ধরেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনায় রয়েছে। তাই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবারও রাজ্যের নাম বদলের বিষয়টি তোলেন তিনি। 

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হলেও ইংরেজিতে 'ওয়েস্ট বেঙ্গল' লেখা শুরু হয় ইংরেজির ডব্লিউ দিয়ে। ইংরেজি বর্ণমালায় ডব্লিউ শব্দটা পেছন দিকে থাকায় দিল্লিতে আন্ত রাজ্য বৈঠকে পশ্চিমবঙ্গ বর্ণমালা অনুযায়ী পেছন দিকেই থাকে। রাজ্যের আমলাদের বড় অংশ মনে করেন, এর ফলে অনেক বৈঠকেই সবার শেষে কথা বলার সুযোগ পান রাজ্যের প্রতিনিধিরা। তা ছাড়া রাজ্যের আবেগকেও কাজে লাগাতে চাইছেন মমতা। তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। কারণ 'বাংলাদেশ'। বাংলা নাম নিয়েই রয়েছে একটি গোটা দেশ। তাই অনেকেই রাজ্যের নাম বাংলা করা নিয়ে আপত্তিও তুলছিলেন। কিন্তু বিধানসভায় পাশ হয় 'বাংলা' নামটিই। মমতাও বাংলা নামেই অটল। 
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও বেশি করোনা টিকাও চেয়েছেন তিনি। বিভিন্ন প্রকল্প নিয়েও কথা হয়েছে তাঁর। তবে প্রধানমন্ত্রী কী বলেছেন তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি তিনি। 

এদিকে, মমতার সঙ্গে এদিন কংগ্রেস নেতা আনন্দ শর্মা ও কমলনাথ দেখা করেন। বুধবার সনিয়া গান্ধীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এদিন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পরও মমতা পেগাসাস নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন। 

বুধবার শাবানা আজমি, জাভেদ আখতারের মতো বিশিষ্টজনদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর। 
তবে কোভিড টেস্টের জটিলতায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা কম। তবে তাঁর সুস্থতা কামনা করেছেন মমতা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত