ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।
বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।
এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’
ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার তিনটি গ্রামে হঠাৎ রহস্যজনকভাবে বেশ কিছু বাসিন্দার চুল পড়ে টাক হওয়ার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এই ঘটনা মহারাষ্ট্রজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশকের কারণে পানি দূষিত হয়ে এই সমস্যা দেখা দিয়েছে। সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকায় পানির নমুনা এবং আক্রান্ত গ্রামবাসীদের চুল ও ত্বকের নমুনা সংগ্রহ করেছেন।
বুলধানা জেলার শেগাঁও শহরের বোরগাঁও, কালওয়াদ ও হিঙ্গনা— এই তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে পুরুষ ও মহিলা উভয়েরই চুল পড়ছে। চুল পড়া শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তি টাক হয়ে গেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একজন প্রতিনিধি সরেজমিনে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় বাসিন্দারা দেখিয়েছেন, টান দিলেই তাঁদের মাথার চুল উঠে আসছে। অনেকের মাথায় আগে থেকে অল্প চুল ছিল। তাদের ক্ষেত্রে দেখা গেছে, গত এক সপ্তাহের মধ্যে মাথার সব চুল পড়ে টাক হওয়ার উপক্রম হয়েছে।
এই ঘটনার পর বুলধানা জেলার তিনটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার স্বাস্থ্য কর্মকর্তারা ইতিমধ্যে গ্রাম তিনটি পরিদর্শন করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিন গ্রাম মিলে প্রায় ৫০ জন এই সমস্যায় ভুগছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চিকিৎসকেরা মনে করছেন, দূষিত পানির কারণে চুল পড়ার সমস্যা হতে পারে অথবা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার কারণেও এটি ঘটতে পারে। ভুক্তভোগীদের ত্বক ও চুলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শনকারী স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ছিলেন শেগাঁওয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দীপালি রাহেকর। তিনি বলেন, ‘দূষিত পানির কারণে এমনটা হতে পারে। আমরা নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা করলেই জানা যাবে কী কারণে এমনটা হচ্ছে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে