Ajker Patrika

ইউক্রেনে যুদ্ধের মধ্যে আরেক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২: ৫২
ইউক্রেনে যুদ্ধের মধ্যে আরেক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রাজধানী কিয়েভ থেকে পালানোর সময় গুলি লেগে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

জেনারেল ভি কে সিং গতকাল বৃহস্পতিবার পোল্যান্ডের রেজেসজো বিমানবন্দরে বলেন, ‘আমরা শুনেছি যে কিয়েভ ছেড়ে যাওয়ার সময় একজন ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।’

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহত ছাত্রের সম্পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বাহিনীর হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই দিন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইটে বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারে নিহত শিক্ষার্থীর নাম নবীন শেখরপ্পা। তাঁর বাড়ি ভারতের কর্ণাটকে। একুশ বছর বয়সী ওই শিক্ষার্থী খারকিভের একটি মুদিদোকানের সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে তিনি নিহত হন। তাঁর মরদেহ এখনো ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। 

এ ঘটনার দুই দিন পর আরেকজন ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হলো। 

প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং বলেন, গত বৃহস্পতিবারে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর সেখানে অন্তত ১ হাজার ৭০০ ভারতীয় শিক্ষার্থী আটকা পড়েছেন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত