সম্প্রতি ভারতের দিল্লিতে ‘বাংলাদেশি অবৈধ অভিবাসী’দের চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে। অবৈধভাবে দিল্লিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে দেশটি। এরই ধারাবাহিকতায় দিল্লির এল–জি সেক্রেটারিয়েটে অভিযানে আটক এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর বয়সী ফিরোজ মোল্লা ১৯৯০ সালে মাদারীপুর থেকে তাঁর বাবা–মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে যান। ২০০২ সালে তাঁর বাবা-মা বাংলাদেশে ফিরে এলেও তিনি থেকে যান। জীবিকার তাগিদে দিল্লির যমুনা পুষ্তার ঢোলাক বস্তিতে থাকতে শুরু করেন। এর দুই বছর পরই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
১৮ বছর পর আবারও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ফিরোজ মোল্লা। ২০২২ সাল থেকে দিল্লিতে থাকতে শুরু করেন তিনি। কাজ নেন স্থানীয় দোকান ও ধাবায় (খাবারের দোকান)। তবে এবার আর তাঁর রেহাই মিলল না। অবৈধ বাংলাদেশি অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আবারও দেশে ফিরতে হচ্ছে তাঁকে। ইতিমধ্যে তাঁকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এসএইচও রবীন্দ্র কুমার তিয়াগি আর. কে পুরম সেক্টর ২–এর হনুমান মজদুর ক্যাম্প থেকে ফিরোজ মোল্লাকে আটক করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ নিজেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা বলে দাবি করেন। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর থানার সাহেবহাট গ্রামে বলে স্বীকার করেন।
দিল্লির এল–জি সেক্রেটারিয়েটে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানো অভিযানে ফিরোজ মোল্লা দ্বিতীয় ব্যক্তি, যাকে প্রত্যাবাসনের মুখোমুখি হতে হলো।
এর আগে গত বুধবার সোনালি শেখ নামের ২৮ বছর বয়সী এক নারী আটক হন। সোনালি বৈধ কাগজপত্র ছাড়াই মহিপালপুরের রুচি বিহারে বসবাস করছিলেন।
এক কর্মকর্তা জানান, সাধারণত অবৈধ অভিবাসীদের কাছে আসাম ও পশ্চিমবঙ্গের মতো সীমান্ত রাজ্যে তৈরি আধার কার্ড থাকে। কিন্তু সোনালির ক্ষেত্রে এটি ছিল না। ছয় বছর আগে বাংলাদেশের নড়াইল জেলা থেকে বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে ভারতে এসেছিলেন তিনি।
সম্প্রতি ভারতের দিল্লিতে ‘বাংলাদেশি অবৈধ অভিবাসী’দের চিহ্নিত করতে অভিযান শুরু হয়েছে। অবৈধভাবে দিল্লিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে দেশটি। এরই ধারাবাহিকতায় দিল্লির এল–জি সেক্রেটারিয়েটে অভিযানে আটক এক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর বয়সী ফিরোজ মোল্লা ১৯৯০ সালে মাদারীপুর থেকে তাঁর বাবা–মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে যান। ২০০২ সালে তাঁর বাবা-মা বাংলাদেশে ফিরে এলেও তিনি থেকে যান। জীবিকার তাগিদে দিল্লির যমুনা পুষ্তার ঢোলাক বস্তিতে থাকতে শুরু করেন। এর দুই বছর পরই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
১৮ বছর পর আবারও অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ফিরোজ মোল্লা। ২০২২ সাল থেকে দিল্লিতে থাকতে শুরু করেন তিনি। কাজ নেন স্থানীয় দোকান ও ধাবায় (খাবারের দোকান)। তবে এবার আর তাঁর রেহাই মিলল না। অবৈধ বাংলাদেশি অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আবারও দেশে ফিরতে হচ্ছে তাঁকে। ইতিমধ্যে তাঁকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গত শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এসএইচও রবীন্দ্র কুমার তিয়াগি আর. কে পুরম সেক্টর ২–এর হনুমান মজদুর ক্যাম্প থেকে ফিরোজ মোল্লাকে আটক করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ নিজেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা বলে দাবি করেন। কিন্তু দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর থানার সাহেবহাট গ্রামে বলে স্বীকার করেন।
দিল্লির এল–জি সেক্রেটারিয়েটে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানো অভিযানে ফিরোজ মোল্লা দ্বিতীয় ব্যক্তি, যাকে প্রত্যাবাসনের মুখোমুখি হতে হলো।
এর আগে গত বুধবার সোনালি শেখ নামের ২৮ বছর বয়সী এক নারী আটক হন। সোনালি বৈধ কাগজপত্র ছাড়াই মহিপালপুরের রুচি বিহারে বসবাস করছিলেন।
এক কর্মকর্তা জানান, সাধারণত অবৈধ অভিবাসীদের কাছে আসাম ও পশ্চিমবঙ্গের মতো সীমান্ত রাজ্যে তৈরি আধার কার্ড থাকে। কিন্তু সোনালির ক্ষেত্রে এটি ছিল না। ছয় বছর আগে বাংলাদেশের নড়াইল জেলা থেকে বাবা-মা ও ছোট ভাইয়ের সঙ্গে ভারতে এসেছিলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৭ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৮ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে