Ajker Patrika

ভারত পাকিস্তান যুদ্ধ /পাকিস্তানে ভারতের হামলার সাংকেতিক নাম কেন ‘অপারেশন সিঁদুর’

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৫, ১৮: ১২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত স্থানীয় সময় আজ বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই হামলার কোড নেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে তারা পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে মোট ৯টি স্থানে ‘সন্ত্রাসবাদী পরিকাঠামোয়’ হামলা চালিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ হামলায় মূলত নিশানা করা হয়েছে জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবাকে, যারা কাশ্মীরে সক্রিয় এবং অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়। ভারতের সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি’ এবং হামলার লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে ‘অনেক সংযম দেখানো হয়েছে’।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই অভিযানের নাম ‘সিন্দুর’ পাকিস্তানের উদ্দেশে একটি ‘বার্তা’। ‘সিন্দুর’—যা সিঁদুর নামে পরিচিত—হলো হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহার করা একধরনের লাল চিহ্ন। এটি ২২ এপ্রিল পেহেলগামে হামলার দিকেই ইঙ্গিত করে, যেখানে ‘ধর্মের ভিত্তিতে’ পুরুষদের, এমনকি নবদম্পতির পুরুষ সদস্যদের টার্গেট করে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারত—এমনটাই বলছে ইন্ডিয়া টুডে।

এদিকে, কাশ্মীরের পেহেলগামে হামলার কয়েক দিন পর এক নারীর ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি তাঁর নিহত স্বামীর নিথর দেহের পাশে শুয়ে আছেন। এই ছবি হামলার শিকারদের যন্ত্রণা ও হৃদয়বিদারক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী—দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের নামসংবলিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল রঙের গুঁড়ার ছবি দেখা যায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতের বিজয় হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত