Ajker Patrika

সংক্রমণ তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় ভারত

সংক্রমণ তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় ভারত

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে।  আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ,  গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ।

আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭০ হাজার জন ১৭৯ জনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা বিবেচনায়  ব্রাজিলকে ছাড়িয়ে গেছে ভারত। সংক্রমণ তালিকায় দেশটির  অবস্থান এখন দ্বিতীয়। এ তালিকায় সবার শীর্ষে রয়েছে এখনো যুক্তরাষ্ট্র।  সংক্রমণ তালিকায় ব্রাজিল বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে।

ভারতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র।  গত একদিনে এ রাজ্যে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৪৯ জন। দেশের মধ্যে প্রায় ৫২ শতাংশ রোগীই মহারাষ্ট্রের। এই সপ্তাহেই মহারাষ্ট্রে সম্পূর্ণ লকডাউন জারি করা হতে পারে।

এর আগে রোববারও ভারতে  একদিনে দেড় লাখেরও বেশি  করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

বিশ্বে সংক্রমণ-মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৫ হাজার ৮১৮ জন মারা গেছেন। এছাড়া শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ১৭৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯৯২ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দ্বিতীয় স্থানে  ব্রাজিল।  দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জন।  এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৩৭ জন। ব্রাজিলে এ পর্যন্ত  সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত