ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে রাজ্যের লক্ষ্ণৌ-আগ্রা মহাসড়কে যাত্রীবাহী একটি ডাবল ডেকার বাসের সঙ্গে দুধ পরিবহনকারী একটি ট্যাংকারের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের উন্নাও জেলার গদা নামের একটি গ্রামের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি বিহার থেকে রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল। পথে দুধ পরিবহনকারী ট্যাংকারটি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওভারটেকের চেষ্টাকালে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং এতে বাসটি উল্টে যায়। বাসটির অধিকাংশ যাত্রীই শ্রমিক হিসেবে কাজ করার লক্ষ্যে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৭ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ও বাস-ট্যাংকার উদ্ধারে কার্যক্রমও শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩৫ যাত্রী ছিল। প্রাথমিকভাবে আটজনকে মৃত বলে শনাক্ত করা হয়েছিল। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। পুলিশ ট্যাংকারের চালককে গ্রেপ্তার করেছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ১৭ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে রাজ্যের লক্ষ্ণৌ-আগ্রা মহাসড়কে যাত্রীবাহী একটি ডাবল ডেকার বাসের সঙ্গে দুধ পরিবহনকারী একটি ট্যাংকারের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির খবর অনুসারে, উত্তর প্রদেশের উন্নাও জেলার গদা নামের একটি গ্রামের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি বিহার থেকে রাজধানী দিল্লির দিকে যাচ্ছিল। পথে দুধ পরিবহনকারী ট্যাংকারটি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওভারটেকের চেষ্টাকালে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয় এবং এতে বাসটি উল্টে যায়। বাসটির অধিকাংশ যাত্রীই শ্রমিক হিসেবে কাজ করার লক্ষ্যে রাজধানীর দিকে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৭ জন আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে ও বাস-ট্যাংকার উদ্ধারে কার্যক্রমও শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩৫ যাত্রী ছিল। প্রাথমিকভাবে আটজনকে মৃত বলে শনাক্ত করা হয়েছিল। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। ঘটনার পর থেকেই বাসচালক পলাতক। পুলিশ ট্যাংকারের চালককে গ্রেপ্তার করেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম এক্স মাধ্যমে পরপর তিনটি পোস্ট দিয়েছেন। এসব পোস্টে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২ ঘণ্টা আগেইউক্রেনের সীমানা জোর করে পরিবর্তন করা যাবে না বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এই সতর্কতা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আসন্ন আলাস্কা সম্মেলনের তিন দিন আগে।
২ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় হাজার হাজার উত্তর কোরিয়ানকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তবে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়ায় পৌঁছানোর পর দাসের মতো শর্তে কাজ করানো হচ্ছে উত্তর কোরিয়ার শ্রমিকদের।
৩ ঘণ্টা আগে