Ajker Patrika

ভারতের অবস্থা শ্রীলঙ্কার মতোই: রাহুল গান্ধী

ভারতের অবস্থা শ্রীলঙ্কার মতোই: রাহুল গান্ধী

ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে শ্রীলঙ্কার মতোই বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক এই সভাপতি শ্রীলঙ্কার সঙ্গে ভারতের অর্থনৈতিক অবস্থার একটি তুলনামূলক গ্রাফ চার্ট শেয়ার করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। বিশেষ করে বেকারত্ব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্রে দুই দেশের অবস্থাই একইরকম বলে দাবি করেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাহুল গান্ধী ভারত ও শ্রীলঙ্কার তুলনা টেনে তিনটি তিনটি করে মোট ছয়টি গ্রাফিক চার্ট শেয়ার করেছেন। 

রাহুল গান্ধী তাঁর টুইটে লিখেছেন, ‘জনগণের মন অন্যদিকে ঘুরিয়ে নিলেই বাস্তবতা বদলে যাবে না।’ রাহুল গান্ধীর শেয়ার করা গ্রাফগুলোর প্রথম জোড়া থেকে দেখা যায়, ২০১৭ সাল থেকেই দুই দেশেরই বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের কারণে বেকারত্বের হার ২০২০ সালে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। তবে ২০২১ সালে বেকারত্বের হার ভারতে কিছুটা হ্রাস পায়। 

দ্বিতীয় জোড়া গ্রাফে রাহুল গান্ধী দেখিয়েছেন, দুই দেশেই জ্বালানি তেলের দাম ২০১৭ সালের পর থেকেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ২০২১ সালের পরও সেই বৃদ্ধি অব্যাহত রয়েছে। তৃতীয় জোড়া গ্রাফে রাহুল গান্ধী শ্রীলঙ্কা ও ভারতের সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধির হার তুলনা করেছেন। সেখান থেকে দেখা যায়, ২০২০-২১ সালে উভয় দেশেই সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি শ্রীলঙ্কা বড় ধরনের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে ক্রমাগত সরকারবিরোধী আন্দোলন তীব্রতা পাচ্ছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানি গিয়ে ঠেকায় দেশটির সকল ধরনের প্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলেও দেশটিতে কোনো ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত