Ajker Patrika

ভারতের কেরালায় কনসার্টে পদদলিত হয়ে নিহত ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৬: ১৬
ভারতের কেরালায় কনসার্টে পদদলিত হয়ে নিহত ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 

ভারতের কেরালায় কনসার্টে গিয়ে পদদলিত হয়ে চার শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে এ ঘটনায় আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সেখানে তেমন ভিড় না থাকলেও কনসার্ট শুরুর আগেই কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে আলোচনা চলছে।

কেরালা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, অডিটোরিয়ামটিতে প্রবেশ ও প্রস্থানের জন্য একটি গেটই খোলা ছিল। আয়োজকেরা কেবল কনসার্টের পাস থাকা ব্যক্তিদেরই প্রবেশাধিকার দিচ্ছিল। অন্যদিকে, অডিটোরিয়ামের বাইরে ছিল দীর্ঘ লাইন। গণমাধ্যমের কাছে এক প্রত্যক্ষদর্শী বলেন, অডিটোরিয়ামের বাইরে পাস না থাকা স্থানীয় অনেক মানুষই ভিড় করেছিল।

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা অজিত কুমার জানান, অডিটোরিয়ামের দর্শক ধারণক্ষমতা ছিল অন্তত ১ হাজার। বৃষ্টি শুরুর সময় অনেক আসনই খালি ছিল। আর অনুষ্ঠানও তখন শুরু হয়নি। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাইরে দাঁড়ানো অপেক্ষমাণরা লাইন ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। ধাক্কাধাক্কিতে কয়েকজন নিচে পড়ে যান। তাঁদের শরীর মাড়িয়ে এগিয়ে যান অন্যরা। আর এভাবেই মৃত্যু ঘটে চার শিক্ষার্থীর।

স্থানীয় সূত্রমতে, এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে রয়েছে আরও একটি কারণ। প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা প্রথমে প্রবেশ করবেন বলে ঘোষণা করেছিলেন অনুষ্ঠানের আয়োজকেরা। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তাঁদের পালা আসার জন্য অস্থির হয়ে ছিলেন। বৃষ্টি শুরু হলে বিশৃঙ্খলার সুযোগে লাইন ভেঙে ভেতরে প্রবেশের সুযোগ দেখতে পেয়ে সেটাই করেছিলেন তাঁরা। এর ফলেই ঘটে মৃত্যুর মতো দুর্ঘটনা।

এনডিটিভি বলছে, অডিটোরিয়ামে প্রবেশের ধাপগুলো অনেক বেশি খাঁড়া। ফলে দৌড়ে যাওয়ার সময় কয়েকজন ছাত্র ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। পৌরসভার কাউন্সিলর প্রমোদ এই দুর্ঘটনার জন্য প্রবেশ এবং প্রস্থানের জন্য মাত্র একটি গেট ব্যবহার করাকে দায়ী করেছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল রাতে মন্ত্রীদের জরুরি বৈঠক ডাকেন। সেখানে শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলোর সমন্বয় করবেন বলে এ সময় জানান মুখ্যমন্ত্রী।

নিহত শিক্ষার্থীদের পরিচয় জানা গেছে। তাঁদের নাম অতুল থামবি, অ্যান রুফথা, সারা থমাস ও অ্যালউইন থাইকাত্তুশেরি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০ জনেরও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত