Ajker Patrika

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু

কলকাতা প্রতিনিধি
ভারতে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু

হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। এয়ার মার্শাল মানবেন্দ্র সিং-এর নেতৃত্বে তিন বাহিনীর বিশেষজ্ঞরা তদন্ত করবে বলে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

রাজনাথ সিং সংসদে জানান, গত বুধবারই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়ে তাঁরা তদন্ত শুরু করেছেন। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে জেনারেল রাওয়াতের। বাকিদেরও শেষকৃত্য হবে রাষ্ট্রীয় মর্যাদায়। দুর্ঘটনায় জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে লাইফ সাপোর্ট সিস্টেমে ওয়েলিংটন সামরিক হাসপাতালে রয়েছেন। তাঁকে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হতে পারে। এদিকে, দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। ফলে তদন্তের কাজ গতিপ্রাপ্ত হবে বলে বিশেষজ্ঞদের অনুমান। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করাটাও কঠিন হয়ে পড়েছে। দেহের বেশির ভাগ অংশই দগ্ধ। এই অবস্থাতেই কফিন বন্দী করে সস্ত্রীক জেনারেল রাওয়াতের দেহ পাঠানো হয় দিল্লি। বাকিদের মরদেহও পূর্ণ সামরিক মর্যাদায় পাঠিয়ে দেওয়া হয় তাঁদের ঠিকানায়। 

এদিকে, বৃহস্পতিবার পূর্ব ঘোষণা মতো হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে জাতীয় সংসদে ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, বুধবার সকাল ১১টা ৪৮ মিনিটে সুলুর এয়ারবেস থেকে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। ১২টা ১৫ মিনিটে ওয়েলিংটনে হেলিকপ্টারের অবতরণের কথা ছিল। সেখানে প্রতিরক্ষা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের কথা ছিল তাঁর। কিন্তু ১২টা ৮ মিনিট নাগাদ কপ্টারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে কন্ট্রোল রুম। তারপরই গ্রামবাসীদের চোখের সামনে জেনারেল রাওয়াতসহ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফসহ ১৩ জনের মৃত্যুতে ভারতের জাতীয় সংসদে এদিন ছিল শোকে নীরব। ধরনা কর্মসূচি স্থগিত রেখে বিরোধীরাও বয়কট মুলতবি রেখে যোগ দেন অধিবেশনে। 

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুর্ন খড়গে জানান, চিফ ওফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং অন্যান্যদের শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। জন্ম সূত্রে উত্তরাখন্ডের বাসিন্দা জেনারেল রাওয়াতের মৃত্যুতে সেখানে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। শোকাহত পশ্চিমবঙ্গের শৈলশহর দার্জিলিং-ও। জেনারেল রাওয়াতের সঙ্গে তাঁর নিরাপত্তায় নিযুক্ত তাকদার যুবক সতপাল রাইও মারা গিয়েছেন। 

এদিকে, রাশিয়ার তৈরি অত্যন্ত উন্নত মানে এমআই-১৭, ভি-৫ হেলিকপ্টার কীভাবে ভেঙে পড়ল তা নিয়ে শুরু হয়েছে বিশেষজ্ঞমহলেও জল্পনা। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীর বিবরণ উদ্ধৃত করে বলা হয়েছে ভারী কুয়াশায় আচ্ছন্ন ছিল নিলগিরি পাহাড়। সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলেও অনেকের অনুমান। তবে ব্ল্যাকবক্স উদ্ধার হওয়ায় জানা যেতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে কপ্টারটির শেষ সময়ের কথোপকথন। তাছাড়া গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং সুস্থ হয়ে উঠলে তাঁর কাছ থেকেও আসতে পারে অনেক তথ্য। আপাতত তিন বাহিনীর বিশেষজ্ঞদের নিয়ে শুরু হয়েছে তদন্ত। ভারতীয় বায়ু সেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরি বুধবারই ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় তামিলনাডুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনও খবর পেয়েই উড়ে গিয়েছিলেন দুর্ঘটনাস্থলে। তদন্তের পাশাপাশি জেনারেল রাওয়াতের উত্তরসূরি নিয়েও জল্পনা শুরু হয়েছে। জল্পনায় রয়েছে, আদৌ আর কাউকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করা হবে কিনা তা নিয়েও। পরবর্তী প্রধান বিমান বা বায়ুসেনা থেকে হবেন কিনা, সেই প্রশ্নেরও উত্তর এখনো মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত