Ajker Patrika

ব্যাংকের বিজ্ঞাপন: ২০২১ সালে স্নাতক পাস করা শিক্ষার্থীরা চাকরির যোগ্য নন 

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩: ১৪
ব্যাংকের বিজ্ঞাপন: ২০২১ সালে স্নাতক পাস করা শিক্ষার্থীরা চাকরির যোগ্য নন 

করোনা মহামারিতে গত দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইন ক্লাসের মতো পড়াশোনার নতুন সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি পরীক্ষা, ভর্তি কিংবা চাকরি পাওয়া নিয়েও তাঁদের বেশ বিব্রত হতে হচ্ছে।। শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশ ভারতেও একই দশা। এমন পরিস্থিতিতে ২০২১ সালে স্নাতক পাস  করা শিক্ষার্থীরা চাকরির ইন্টারভিউয়ে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে ভারতের এইচডিএফসি ব্যাংক।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এই বিজ্ঞাপনটি দিয়েছে এইচডিএফসি ব্যাংকের তামিল নাড়ু রাজ্যের  মাদুরাই শাখা। আর তাই নিয়েই দেখা দিয়েছে তুমুল বিতর্ক। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বক্তব্য রাখতে হয়েছে ব্যাংকের মুখপাত্রকেও। 

 বিতর্কিত ওই বিজ্ঞাপনটিতে গত মঙ্গলবার সকাল ১০টায় তামিলনাড়ুর মাদুরাইয়ে এইচডিএফসি ব্যাংকের প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের কথা বলা হয়েছিল। সেখানে ইন্টারভিউয়ের স্থান এবং পরবর্তীতে কাজের জায়গার কথা জানানো হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার কথাও উল্লেখ করা হয়েছিল। কিন্তু এর নিচেই লেখা ছিল, ২০২১ সালে যারা স্নাতক হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য নন। 

এই বিজ্ঞাপনটি প্রকাশের পরই শুরু হয় বিতর্ক। এ নিয়ে ব্যাংকটির একজন মুখপাত্র জানান, বিজ্ঞাপনে ওই শর্ত ব্যাংক কর্তৃপক্ষ রাখেনি। আসলে ওটি ভুল করে ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমাও চান তিনি। এরপরই আরও একটি বিজ্ঞাপণে ব্যাংক কর্তৃপক্ষ সেই ভুল শুধরে নেয়। তিনি আরও জানান, ওই ইন্টারভিউয়ে এমন অনেক প্রার্থীই এসেছিলেন, যারা কিনা ২০২১ সালে স্নাতক হয়েছে। শুধু তাই নয়, তাঁদের ইন্টারভিউ যথেষ্ট গুরুত্ব দিয়ে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত