বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর আজ রাজ্যসভায় এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
সিং আরও বলেন, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশন নিয়মিত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংখ্যালঘুদের বিষয়ে যোগাযোগ রাখছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশের সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মোতায়েন করে।
তিনি আরও বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ভারত।’
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আগস্টের আন্দোলনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সম্পর্ক জটিল হয়ে ওঠে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে।
ভারত আশা করে, বাংলাদেশের সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তবে এই ঘটনাগুলোর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কীভাবে প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।
বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর আজ রাজ্যসভায় এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
সিং আরও বলেন, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশন নিয়মিত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সংখ্যালঘুদের বিষয়ে যোগাযোগ রাখছে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি দুর্গাপূজা চলাকালীন ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশের সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী ও বর্ডার গার্ড মোতায়েন করে।
তিনি আরও বলেন, ‘হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ভারত।’
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আগস্টের আন্দোলনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সম্পর্ক জটিল হয়ে ওঠে। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় এই উত্তেজনা আরও বেড়েছে।
ভারত আশা করে, বাংলাদেশের সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তবে এই ঘটনাগুলোর পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কীভাবে প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে