Ajker Patrika

মুক্তি পেলেন রাজীব গান্ধীর হত্যাকারীরা

মুক্তি পেলেন রাজীব গান্ধীর হত্যাকারীরা

রাজীব গান্ধী হত্যা মামলার আসামি নলিনী শ্রীহরণসহ ৬ জনকে মুক্তি দিয়েছে ভারতের উচ্চ আদালত। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর জেল খেটে জামিনে মুক্তি পেয়েছেন রাজীব গান্ধী হত্যা মামলার আসামিরা। মুক্তিপ্রাপ্তরা হলেন—নলিনী শ্রীহরণ, জয়কুমার, সন্তন, মুরুগান, রবার্ট পায়াস ও রবিচন্দ্রন।

এর আগে এ মামলার আরেক আসামি এ জি পেরারিভালানকে গত মে মাসে বিশেষ ক্ষমতাবলে মুক্তি দেয় উচ্চ আদালত।

আদালত জানায়, ২০১৮ সালে তামিলনাড়ুর তৎকালীন সরকার দোষীদের সময়ের আগে মুক্তির সিদ্ধান্ত নেয়। সরকারি সিদ্ধান্তটি কার্যকর করতে রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠান। কিন্তু কেউই সিদ্ধান্ত দেননি। এ অবস্থায় মামলার অন্যতম আসামি পেরারিভালন সুপ্রিম কোর্টে আবেদন করেন।

আসামিদের মুক্তি দেওয়ার প্রতিক্রিয়ায় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘‘রাজীব গান্ধীর খুনিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল। কোনো ভাবেই এটা মেনে নেওয়া যায় না।’

জয়রাম রমেশ বলেন, ‘কংগ্রেস স্পষ্টভাবে এই রায়ের সমালোচনা করে এবং এটি সম্পূর্ণ ভুল বলে মনে করে। সব চেয়ে দুর্ভাগ্যজনক হল যে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে ভারতের ভাবাবেগের সঙ্গে সংগতিপূর্ণ সিদ্ধান্ত নেয়নি।’

উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরুমবুদুরে জনসভায় যোগ দিতে গিয়ে শ্রীলঙ্কার তামিল টাইগার্সের (এলটিটিই) এক সদস্যের আত্মঘাতী হামলায় নিহত হন রাজীব গান্ধী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত