কলকাতা সংবাদদাতা
কলকাতায় চিকিৎসা করিয়ে আজ বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে মৈত্রী এক্সপ্রেসে চড়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। সকালে মৈত্রী এক্সপ্রেসে চড়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সে কারণে মৈত্রী এক্সপ্রেস ছাড়তে দুই ঘণ্টা দেরিও হয়। কিন্তু তিনি আর বাঁচেননি।
ওই বাংলাদেশি যাত্রীর নাম সেলিম মাহমুদ (৬৫)। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কলকাতা স্টেশনের রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রী কিছুদিন আগে কলকাতা আসেন চিকিৎসা করাতে। এদিন বাংলাদেশে ফিরছিলেন তিনি।
আজ সকালে অভিবাসন দপ্তরের চেকিং শেষে ট্রেনে চড়ার পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি, পাতলা পায়খানা। অবস্থা বেগতিক দেখে তাঁকে দ্রুত কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর সঙ্গে শাহনাজ পান্না নামে এক আত্মীয় ছিলেন। তিনি জানান, চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথেই এই বিপত্তি ঘটল। সেলিম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বিলম্বে কলকাতা ছাড়ে ট্রেনটি।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ওই ট্রেনে বহু রোগী কলকাতা চিকিৎসা করাতে আসেন।
কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশনের এক কর্মকর্তা জানান, চিকিৎসা করাতে এতে প্রতিদিন ৬ / ৭ জন বাংলাদেশি কলকাতায় মারা যান। তাঁদের মরদেহ দ্রুত দেশে নেওয়ার জন্য মিশন থেকে ছাড়পত্র দেওয়া হয়।
মিশনের অন্য এক কর্মকর্তা জানান, সেলিম মাহমুদের মরদেহ দেশে নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁর স্বজনেরা দ্রুত মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
কলকাতায় চিকিৎসা করিয়ে আজ বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে মৈত্রী এক্সপ্রেসে চড়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। সকালে মৈত্রী এক্সপ্রেসে চড়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সে কারণে মৈত্রী এক্সপ্রেস ছাড়তে দুই ঘণ্টা দেরিও হয়। কিন্তু তিনি আর বাঁচেননি।
ওই বাংলাদেশি যাত্রীর নাম সেলিম মাহমুদ (৬৫)। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কলকাতা স্টেশনের রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রী কিছুদিন আগে কলকাতা আসেন চিকিৎসা করাতে। এদিন বাংলাদেশে ফিরছিলেন তিনি।
আজ সকালে অভিবাসন দপ্তরের চেকিং শেষে ট্রেনে চড়ার পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি, পাতলা পায়খানা। অবস্থা বেগতিক দেখে তাঁকে দ্রুত কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তাঁর সঙ্গে শাহনাজ পান্না নামে এক আত্মীয় ছিলেন। তিনি জানান, চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথেই এই বিপত্তি ঘটল। সেলিম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বিলম্বে কলকাতা ছাড়ে ট্রেনটি।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ওই ট্রেনে বহু রোগী কলকাতা চিকিৎসা করাতে আসেন।
কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশনের এক কর্মকর্তা জানান, চিকিৎসা করাতে এতে প্রতিদিন ৬ / ৭ জন বাংলাদেশি কলকাতায় মারা যান। তাঁদের মরদেহ দ্রুত দেশে নেওয়ার জন্য মিশন থেকে ছাড়পত্র দেওয়া হয়।
মিশনের অন্য এক কর্মকর্তা জানান, সেলিম মাহমুদের মরদেহ দেশে নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁর স্বজনেরা দ্রুত মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ সংক্রান্ত বেশ কয়েকটি ঘোষণা আসছে। গত রোববার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসে আয়োজিত ইসরায়েলের ৭৭তম স্বাধীনতা দিবসের
১ ঘণ্টা আগেযুক্তরাজ্যে যারা কাজ কিংবা পড়াশোনার জন্য যান, অথচ পরে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, এমন অভিবাসীদের দমনে নতুন কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এর ফলে পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজ ও পড়াশোনার ভিসা পাওয়া কঠিন হতে পারে।
২ ঘণ্টা আগেজার্মানির সর্বশেষ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে রক্ষণশীল নেতা ফ্রেডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যালিস্ট পার্টির (এসপিইউ) জোট। তবে পার্লামেন্টে চ্যান্সেলর হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম দফার ভোটে তিনি প্রয়োজনী
২ ঘণ্টা আগেভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, প্রিন্সিপাল ও লাইব্রেরিয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে। লাইব্রেরিয়ান সেটি নিজের ফোনে ভিডিও করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রিন্সিপাল তাঁকে চড় মেরে বসেন। তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন।
২ ঘণ্টা আগে