প্রতিনিধি কলকাতা
বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের ঘোষণা এসেছিল আগেই। দিনটি সামনে রেখে চলছে ব্যাপক প্রচার। ওই দিন ভারতীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চা।
কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চার দাবি, ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। সেই সঙ্গে দিতে হবে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আইনি রক্ষাকবচ।
উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকেরা ধর্ণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় চলছে মহাপঞ্চায়েত বা জনসভা। এরই মধ্যে মোর্চা গোটা দেশে নো ভোট বিজেপি বা বিজেপিকে ভোট নয় প্রচার চালাচ্ছে।
বিজেপিবিরোধী বেশির ভাগ রাজনৈতিক দল ও সংগঠন বন্ধকে সমর্থন জানিয়েছে। বামপন্থী দলগুলো বন্ধের সমর্থনে ব্যাপক প্রচার শুরু করেছে। কংগ্রেস ও তৃণমূল সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলনকে। তবে তৃণমূল কৃষক আন্দোলনকে সমর্থন করলেও বন্ধ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তৃণমূলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কথা বলছেন টিকায়েতের সঙ্গে। তিনি কৃষকদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছেন।
তবে সিপিএমে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র বন্ধ নিয়ে তৃণমূলকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। তিনি জানান, তৃণমূল সমর্থন না জানালেও বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বন্ধকে সার্থক করতে চেষ্টা করবে।
অন্যদিকে, কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে 'ডাকাত' বলে বর্ণনা করে বন্ধের বিরোধিতা করেছে বিজেপি। তাদের অভিযোগ, বিদেশ থেকে মদদ দেওয়া হচ্ছে ভারতের কৃষক আন্দোলনকে।
বিতর্কিত কৃষি আইনের বিরোধিতায় আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বন্ধের ঘোষণা এসেছিল আগেই। দিনটি সামনে রেখে চলছে ব্যাপক প্রচার। ওই দিন ভারতীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চা।
কৃষক সংগঠনগুলোর সম্মিলিত সংযুক্ত কিষান মোর্চার দাবি, ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। সেই সঙ্গে দিতে হবে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়ে আইনি রক্ষাকবচ।
উল্লেখ্য, গত প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকেরা ধর্ণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় চলছে মহাপঞ্চায়েত বা জনসভা। এরই মধ্যে মোর্চা গোটা দেশে নো ভোট বিজেপি বা বিজেপিকে ভোট নয় প্রচার চালাচ্ছে।
বিজেপিবিরোধী বেশির ভাগ রাজনৈতিক দল ও সংগঠন বন্ধকে সমর্থন জানিয়েছে। বামপন্থী দলগুলো বন্ধের সমর্থনে ব্যাপক প্রচার শুরু করেছে। কংগ্রেস ও তৃণমূল সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলনকে। তবে তৃণমূল কৃষক আন্দোলনকে সমর্থন করলেও বন্ধ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তৃণমূলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে কথা বলছেন টিকায়েতের সঙ্গে। তিনি কৃষকদের আন্দোলনে সমর্থন ব্যক্ত করেছেন।
তবে সিপিএমে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র বন্ধ নিয়ে তৃণমূলকে তাঁদের অবস্থান স্পষ্ট করতে বলেছেন। তিনি জানান, তৃণমূল সমর্থন না জানালেও বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বন্ধকে সার্থক করতে চেষ্টা করবে।
অন্যদিকে, কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে 'ডাকাত' বলে বর্ণনা করে বন্ধের বিরোধিতা করেছে বিজেপি। তাদের অভিযোগ, বিদেশ থেকে মদদ দেওয়া হচ্ছে ভারতের কৃষক আন্দোলনকে।
বরখাস্ত করার উদ্যোগের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন সময় মঙ্গলবার, কুকের আইনজীবী ওয়াশিংটনের খ্যাতনামা অ্যাটর্নি আবে লওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, শুধুমাত্র একটি রেফারেল চিঠির ভিত্তিতে কুককে বরখাস্তের প্রচেষ্টা বেআইনি...
২ ঘণ্টা আগেটানা ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীরে আবারও ঘটেছে ভূমি ধসের ঘটনা। হড়পা বান ও ধসের ঘটনায় বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। আশঙ্কা করা হচ্ছে, ধসের কবলে এখনো অনেকেই আটকে রয়েছেন।
৩ ঘণ্টা আগেসিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছে। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার ভোরে দামেস্কের নিকটবর্তী আল কিশওয়াহ এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জনপ্রিয় ধর্মীয় বক্তা ও ইউটিউবার ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলি মির্জাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলম শহরের এই আলেমের বিরুদ্ধে অভিযোগ—তিনি ভিডিও বক্তব্যে নবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
১৩ ঘণ্টা আগে