কংগ্রেস যখন সবকিছু সামলে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই দলটি আবারও ভাঙনের মুখে। এবার গোয়ার কংগ্রেসের ১১ জন বিধায়কের ৮ জনই যোগ দিয়েছেন বিজেপিতে। এঁদের মধ্যে প্রখ্যাত কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর মতো নেতাও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বিধায়কের দলত্যাগের ফলে ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা গিয়ে দাঁড়াল মাত্র ৩-এ। এই পদত্যাগের পর কংগ্রেসের ‘ভারত জড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটি বলেছে, কংগ্রেসের ভারত জড়ো যাত্রা নয় বরং ‘প্রথমে কংগ্রেস জড়ো’ কর্মসূচি নেওয়া উচিত।
এই ৮ জনের পদত্যাগের ফলে কংগ্রেসের দুই-তৃতীয়াংশই এখন বিজেপির দখলে। ভারতের আইন অনুসারে দলত্যাগের পরও এই বিধায়কদের অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। দলত্যাগী বিধায়কদের মধ্যে রয়েছেন মাইকেল লোবোর স্ত্রী ডেলাইলা লোবো, রাজেশ ফলদেশাই, কেদার নায়েক, সংকল্প আমনকার, অ্যালেক্সিও সেকুয়েইরা এবং রুডলফ ফার্নান্দেজ।
দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসে ভারত জড়ো যাত্রারও সমালোচনা করেছেন মাইকেল লোবো। তিনি বলেছেন, ‘এটি মূলত কংগ্রেস ছাড়ো এবং বিজেপি গড়ো’ আন্দোলন।
এদিকে, কংগ্রেসি বিধায়কদের দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরা বলেছেন, ‘এই মূলত অপারেশন কাদা।’ তিনি আরও বলেন, ‘বিজেপি এসব কৌশল ব্যবহার করেছে—কেন্দ্রীয় তদন্ত সংস্থা ব্যবহার, গুন্ডাদের দিয়ে হুমকি, অর্থের প্রলোভন—কারণ দলটি ভারত জড়ো যাত্রা কর্মসূচির কারণে ভীত।’ এই দলত্যাগের ঘটনার পরপরই কংগ্রেসের মিত্র গোয়া ফরওয়ার্ড পার্টিও দলত্যাগীদের তিরস্কার করেছে। দলটি প্রতিক্রিয়ায় বলেছে, ‘দলত্যাগী বিধায়কেরা খাঁটি মন্দের প্রতীক।’
কংগ্রেস যখন সবকিছু সামলে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই দলটি আবারও ভাঙনের মুখে। এবার গোয়ার কংগ্রেসের ১১ জন বিধায়কের ৮ জনই যোগ দিয়েছেন বিজেপিতে। এঁদের মধ্যে প্রখ্যাত কংগ্রেস নেতা দিগম্বর কামাত এবং মাইকেল লোবোর মতো নেতাও রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৮ বিধায়কের দলত্যাগের ফলে ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেসের আসনসংখ্যা গিয়ে দাঁড়াল মাত্র ৩-এ। এই পদত্যাগের পর কংগ্রেসের ‘ভারত জড়ো যাত্রা’ কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটি বলেছে, কংগ্রেসের ভারত জড়ো যাত্রা নয় বরং ‘প্রথমে কংগ্রেস জড়ো’ কর্মসূচি নেওয়া উচিত।
এই ৮ জনের পদত্যাগের ফলে কংগ্রেসের দুই-তৃতীয়াংশই এখন বিজেপির দখলে। ভারতের আইন অনুসারে দলত্যাগের পরও এই বিধায়কদের অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। দলত্যাগী বিধায়কদের মধ্যে রয়েছেন মাইকেল লোবোর স্ত্রী ডেলাইলা লোবো, রাজেশ ফলদেশাই, কেদার নায়েক, সংকল্প আমনকার, অ্যালেক্সিও সেকুয়েইরা এবং রুডলফ ফার্নান্দেজ।
দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসে ভারত জড়ো যাত্রারও সমালোচনা করেছেন মাইকেল লোবো। তিনি বলেছেন, ‘এটি মূলত কংগ্রেস ছাড়ো এবং বিজেপি গড়ো’ আন্দোলন।
এদিকে, কংগ্রেসি বিধায়কদের দল ছাড়ার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রবীণ নেতা পবন খেরা বলেছেন, ‘এই মূলত অপারেশন কাদা।’ তিনি আরও বলেন, ‘বিজেপি এসব কৌশল ব্যবহার করেছে—কেন্দ্রীয় তদন্ত সংস্থা ব্যবহার, গুন্ডাদের দিয়ে হুমকি, অর্থের প্রলোভন—কারণ দলটি ভারত জড়ো যাত্রা কর্মসূচির কারণে ভীত।’ এই দলত্যাগের ঘটনার পরপরই কংগ্রেসের মিত্র গোয়া ফরওয়ার্ড পার্টিও দলত্যাগীদের তিরস্কার করেছে। দলটি প্রতিক্রিয়ায় বলেছে, ‘দলত্যাগী বিধায়কেরা খাঁটি মন্দের প্রতীক।’
ইউক্রেনে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, কমপক্ষে ৬১৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়
১৩ মিনিট আগেতিব্বতে বিরল সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। অঞ্চলটিতে চীনা শাসন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে এ সফর করলেন তিনি। কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার আঞ্চলিক রাজধানী লাসায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানাতে প্রায় ২০ হাজার কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন
৪১ মিনিট আগেশানুকে নিয়মিতই শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন শিবম। শানু বলেন, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রং ফরসা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি।
১ ঘণ্টা আগেবিক্ষোভকারীদের অভিযোগ, মাইক্রোসফটের এজেডইউআরই সফটওয়্যার ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ মাইক্রোসফটের এজেডইউআরই সিস্টেমে ফিলিস্তিনিদের ফোনকলের রেকর্ড সংরক্ষণ করছে
৩ ঘণ্টা আগে