বিশ্বব্যাপী তেলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত। দেশটি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে সেটি পরিশোধনের পর জ্বালানি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করছে। আজ রোববার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়াশিংটন থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র ফেলো বেন কাহিল বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দুটি প্রধান লক্ষ্য ছিল। এক. বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখা; দুই. জ্বালানি খাতে রাশিয়ার রাজস্ব আয় কমানো। তাঁরা এ বিষয়টি সম্পর্কে অবগত যে, চীন ও ভারত কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে পরে সেটি পরিশোধন করে বাজারমূল্যে রপ্তানি করে।’
ডেটা ইন্টেলিজেন্স ফার্ম কেপ্লারের তথ্য অনুসারে, গত মাসে নিউইয়র্কে প্রতিদিন প্রায় ৮৯ হাজার ব্যারেল পেট্রল এবং ডিজেল পাঠিয়েছে ভারত, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার থেকে রাশিয়ান পেট্রোলিয়াম রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে ভারতের গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ডিজেলের ঘাটতি তৈরি হবে এবং আরও বেশি ভোক্তা বাড়বে, বিশেষ করে ইউরোপে। ঘাটতি পূরণে এশিয়া থেকে আমদানি বাড়বে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা অনুসারে, ভারত নিয়ম মেনেই কাজ করছে। কেননা যখন রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে রপ্তানি করা হয়, তখন এটি আর রাশিয়ার তেল বলে গণ্য করা হয় না।
ভর্টেক্সা লিমিটেডের প্রধান এশিয়া বিশ্লেষক সেরেনা হুয়াং বলেন, ‘জি-৭ (গ্রুপ অব সেভেন) দেশগুলো যতটা সম্ভব মস্কোর রাজস্ব কমাতে আগ্রহী। কিন্তু তারা একই সঙ্গে সংকট এড়াতে রাশিয়ার তেল এবং পরিশোধিত পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে, সেটাও চাইছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশ। ইউক্রেনে রাশিয়ার অযাচিত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ রাশিয়ার কাছে থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে ভারতের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে অপরিশোধিত তেল বিক্রি করতে রাজি হয় রাশিয়া।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ব্যবসা বন্ধের চেষ্টা করলেও তারা রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কাটাতে পারছে না। ফলে ভারত ও চীনের মতো দেশগুলো লাভবান হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপর রাশিয়া বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে এ দুটি দেশের কাছে তেল বিক্রি করেছে।
আরও পড়ুন:
বিশ্বব্যাপী তেলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত। দেশটি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে সেটি পরিশোধনের পর জ্বালানি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করছে। আজ রোববার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ওয়াশিংটন থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র ফেলো বেন কাহিল বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের দুটি প্রধান লক্ষ্য ছিল। এক. বাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখা; দুই. জ্বালানি খাতে রাশিয়ার রাজস্ব আয় কমানো। তাঁরা এ বিষয়টি সম্পর্কে অবগত যে, চীন ও ভারত কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে পরে সেটি পরিশোধন করে বাজারমূল্যে রপ্তানি করে।’
ডেটা ইন্টেলিজেন্স ফার্ম কেপ্লারের তথ্য অনুসারে, গত মাসে নিউইয়র্কে প্রতিদিন প্রায় ৮৯ হাজার ব্যারেল পেট্রল এবং ডিজেল পাঠিয়েছে ভারত, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার থেকে রাশিয়ান পেট্রোলিয়াম রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরে ভারতের গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার ফলে বাজারে ডিজেলের ঘাটতি তৈরি হবে এবং আরও বেশি ভোক্তা বাড়বে, বিশেষ করে ইউরোপে। ঘাটতি পূরণে এশিয়া থেকে আমদানি বাড়বে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকা অনুসারে, ভারত নিয়ম মেনেই কাজ করছে। কেননা যখন রাশিয়ার অপরিশোধিত তেল পরিশোধনের মাধ্যমে রপ্তানি করা হয়, তখন এটি আর রাশিয়ার তেল বলে গণ্য করা হয় না।
ভর্টেক্সা লিমিটেডের প্রধান এশিয়া বিশ্লেষক সেরেনা হুয়াং বলেন, ‘জি-৭ (গ্রুপ অব সেভেন) দেশগুলো যতটা সম্ভব মস্কোর রাজস্ব কমাতে আগ্রহী। কিন্তু তারা একই সঙ্গে সংকট এড়াতে রাশিয়ার তেল এবং পরিশোধিত পণ্যের সরবরাহ যেন ঠিক থাকে, সেটাও চাইছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইউরোপের বিভিন্ন দেশ। ইউক্রেনে রাশিয়ার অযাচিত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ রাশিয়ার কাছে থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। এমন পরিস্থিতিতে ভারতের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে অপরিশোধিত তেল বিক্রি করতে রাজি হয় রাশিয়া।
পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল ব্যবসা বন্ধের চেষ্টা করলেও তারা রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কাটাতে পারছে না। ফলে ভারত ও চীনের মতো দেশগুলো লাভবান হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপর রাশিয়া বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে এ দুটি দেশের কাছে তেল বিক্রি করেছে।
আরও পড়ুন:
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩০ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে