ভারতের নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পাণ্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ।
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন। তাঁর ৪০ বছরের চাকরিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড, আসাম রাইফেলসের (পূর্ব) এবং ৯ কর্পসর ডিআইজি ছিলেন দ্বিবেদী।
মঙ্গলবার (১১ জুন) এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীকে পদায়নের কথা জানানো হয়।
লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দ্বিবেদী সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ নিযুক্ত হওয়ার আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজে অধ্যয়নের পর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডিএসএসসি ওয়েলিংটন এবং আর্মি ওয়ার কলেজ, মুতেও থেকে কোর্স করেছেন। কার্লাইলের ইউএস আর্মি ওয়ার কলেজের এনডিসি সমমানের কোর্সে তাকে ‘বিশিষ্ট ফেলো’ দেওয়া হয়েছিল।
এ ছাড়া অফিসারের ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল, স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে দ্বিবেদীর। তাঁকে তিনটি জিওসি–ইন–সি কম্যান্ডেশন কার্ডও দেওয়া হয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গত মে মাসের শেষের দিকে অবসরে যাওয়ার কথা ছিল। তবে এক মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩০ এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।
ভারতের নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পাণ্ডের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ।
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর। ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন। তাঁর ৪০ বছরের চাকরিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড, আসাম রাইফেলসের (পূর্ব) এবং ৯ কর্পসর ডিআইজি ছিলেন দ্বিবেদী।
মঙ্গলবার (১১ জুন) এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীকে পদায়নের কথা জানানো হয়।
লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দ্বিবেদী সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ নিযুক্ত হওয়ার আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত নর্দার্ন কমান্ডের ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
সৈনিক স্কুল রেওয়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ইউএস আর্মি ওয়ার কলেজে অধ্যয়নের পর লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ডিএসএসসি ওয়েলিংটন এবং আর্মি ওয়ার কলেজ, মুতেও থেকে কোর্স করেছেন। কার্লাইলের ইউএস আর্মি ওয়ার কলেজের এনডিসি সমমানের কোর্সে তাকে ‘বিশিষ্ট ফেলো’ দেওয়া হয়েছিল।
এ ছাড়া অফিসারের ডিফেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজে এমফিল, স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মিলিটারি সায়েন্সে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে দ্বিবেদীর। তাঁকে তিনটি জিওসি–ইন–সি কম্যান্ডেশন কার্ডও দেওয়া হয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গত মে মাসের শেষের দিকে অবসরে যাওয়ার কথা ছিল। তবে এক মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩০ এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
৫ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
৬ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
৭ ঘণ্টা আগে