ভারতের রাজস্থান রাজ্যে এক নারীকে মারধরের পর নগ্ন করে গ্রামে গ্রামে ঘুরিয়েছেন তাঁর স্বামী ও শ্বশুর। রাজ্যটির প্রতাপগড় জেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এরই মধ্যে সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী ওই নারীকে তাঁর স্বামী ও শ্বশুর মিলে ব্যাপক মারধর করেন। পরে তাঁকে নগ্ন করে গ্রামসুদ্ধ ঘোরান তাঁরা। ভিডিও থেকে দেখা গেছে, এ সময় ওই নারী বারবার সাহায্যের চেয়ে চিৎকার করছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর স্বামী ও শ্বশুরের অভিযোগ, তাঁর অন্য একজনের সঙ্গে পরকীয়া ছিল। বিষয়টি জানার পর ওই নারীকে মারধর করেন তাঁরা। এ ঘটনার পরপরই পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ছয়টি বিশেষ দল গঠিত হয়েছে বলে জানিয়েছেন রাজস্থান পুলিশের ডিজিপি (মহাপরিচালক) উমেশ মিশ্রা।
ডিজিপি (মহাপরিচালক) উমেশ মিশ্রা বলেন, ‘দুঃখের বিষয় হলো, সেই নারী বিবাহিত হওয়ার পরও অন্য এক পুরুষের সঙ্গে বসবাস করছিল। পরে ওই নারীর শ্বশুর তাকে অপহরণ করে নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যায় এবং মারধর করে। পরে তাকে গ্রামের মধ্য দিয়ে নগ্ন করে ঘোরানো হয়।’ তিনি জানান, গ্রামটিতে প্রতাপগড় জেলা পুলিশের সুপার অমিত কুমার মিশ্রা একটি অস্থায়ী ক্যাম্প বসিয়েছেন।
এ ঘটনার নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ঘটনার দিন গভীর রাতে এক টুইটে তিনি বলেন, ‘প্রতাপগড় জেলায় পারিবারিক বিবাদের জেরে এক নারীকে শ্বশুরবাড়ির লোকেরা নগ্ন করে ঘুরিয়েছে—এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। পুলিশ মহাপরিচালককে এডিজি ক্রাইমকে ঘটনাস্থলে পাঠিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সভ্য সমাজে এ ধরনের অপরাধীদের কোনো স্থান নেই। এই অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব কারাগারে পাঠানো হবে এবং দ্রুত বিচার আদালতে বিচার ও শাস্তি দেওয়া হবে।’
তবে এ ঘটনায় রাজ্যের কংগ্রেস সরকারকে দায়ী করেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির প্রধান জেপি নাড্ডা বলেছেন, ‘রাজস্থানে ক্ষমতাসীন দলের নেতারা অন্তর্দ্বন্দ্ব মেটাতে ব্যস্ত’। তিনি আরও বলেন, ‘রাজ্যে নারীদের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত হয়েছে। তবে রাজস্থানের জনগণ এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে কড়া জবাব দেবে।’
এর আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই উপজাতি নারীকে ধর্ষণের পর ক্যামেরার সামনে ঘোরানো হয়। তবে ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি জানা যায়নি। প্রায় ৭০ দিন পেরিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ভারতজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ভারতের রাজস্থান রাজ্যে এক নারীকে মারধরের পর নগ্ন করে গ্রামে গ্রামে ঘুরিয়েছেন তাঁর স্বামী ও শ্বশুর। রাজ্যটির প্রতাপগড় জেলায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এরই মধ্যে সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী ওই নারীকে তাঁর স্বামী ও শ্বশুর মিলে ব্যাপক মারধর করেন। পরে তাঁকে নগ্ন করে গ্রামসুদ্ধ ঘোরান তাঁরা। ভিডিও থেকে দেখা গেছে, এ সময় ওই নারী বারবার সাহায্যের চেয়ে চিৎকার করছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, ওই নারীর স্বামী ও শ্বশুরের অভিযোগ, তাঁর অন্য একজনের সঙ্গে পরকীয়া ছিল। বিষয়টি জানার পর ওই নারীকে মারধর করেন তাঁরা। এ ঘটনার পরপরই পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ছয়টি বিশেষ দল গঠিত হয়েছে বলে জানিয়েছেন রাজস্থান পুলিশের ডিজিপি (মহাপরিচালক) উমেশ মিশ্রা।
ডিজিপি (মহাপরিচালক) উমেশ মিশ্রা বলেন, ‘দুঃখের বিষয় হলো, সেই নারী বিবাহিত হওয়ার পরও অন্য এক পুরুষের সঙ্গে বসবাস করছিল। পরে ওই নারীর শ্বশুর তাকে অপহরণ করে নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যায় এবং মারধর করে। পরে তাকে গ্রামের মধ্য দিয়ে নগ্ন করে ঘোরানো হয়।’ তিনি জানান, গ্রামটিতে প্রতাপগড় জেলা পুলিশের সুপার অমিত কুমার মিশ্রা একটি অস্থায়ী ক্যাম্প বসিয়েছেন।
এ ঘটনার নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ঘটনার দিন গভীর রাতে এক টুইটে তিনি বলেন, ‘প্রতাপগড় জেলায় পারিবারিক বিবাদের জেরে এক নারীকে শ্বশুরবাড়ির লোকেরা নগ্ন করে ঘুরিয়েছে—এমন একটি ভিডিও প্রকাশ পেয়েছে। পুলিশ মহাপরিচালককে এডিজি ক্রাইমকে ঘটনাস্থলে পাঠিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সভ্য সমাজে এ ধরনের অপরাধীদের কোনো স্থান নেই। এই অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব কারাগারে পাঠানো হবে এবং দ্রুত বিচার আদালতে বিচার ও শাস্তি দেওয়া হবে।’
তবে এ ঘটনায় রাজ্যের কংগ্রেস সরকারকে দায়ী করেছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির প্রধান জেপি নাড্ডা বলেছেন, ‘রাজস্থানে ক্ষমতাসীন দলের নেতারা অন্তর্দ্বন্দ্ব মেটাতে ব্যস্ত’। তিনি আরও বলেন, ‘রাজ্যে নারীদের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত হয়েছে। তবে রাজস্থানের জনগণ এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে কড়া জবাব দেবে।’
এর আগে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই উপজাতি নারীকে ধর্ষণের পর ক্যামেরার সামনে ঘোরানো হয়। তবে ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি জানা যায়নি। প্রায় ৭০ দিন পেরিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ভারতজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে