Ajker Patrika

হিমাচলের মান্ডিতে ভূমিধসে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬

কলকাতা প্রতিনিধি  
ছবি: পিটিআই
ছবি: পিটিআই

প্রবল বর্ষণে ফের বড়সড় বিপর্যয় নেমে এসেছে হিমাচলের মান্ডি জেলায়। মান্ডির সুন্দরনগর এলাকায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। নিখোঁজ রয়েছেন আরও দুজন। জানা গেছে, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। এই ভূমিধসের ফলে দারকি পাহাড় লাগোয়া এলাকায় একসঙ্গে ১৬টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে, পাশাপাশি আরও অন্তত ৪০টি বাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রেড অ্যালার্ট জারি করে পুরো গ্রাম খালি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, তাঁরা আগেই বিপদের আঁচ পেয়েছিলেন। তাই অনেকেই ঘরবাড়ি খালি করে রেখেছিলেন। ফলে প্রাণহানির সংখ্যা আর বাড়েনি। এদিকে ভূমিধস ও বৃষ্টির জেরে জেলার ১ হাজার ৩৩৩টি সড়ক বন্ধ হয়ে পড়েছে। সব ধরনের যান চলাচল প্রায় অচল হয়ে গেছে। প্রশাসন জানিয়েছে, আপাতত জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে।

অপর দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মান্ডি ছাড়াও কুল্লু, চাম্বা ও কাংড়া জেলায় দুপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি ছিল। এ ছাড়া বিলাসপুর, হামিরপুর, কিন্নৌর, লাহৌল-স্পিতি, শিমলা, সিরমৌর, সোলান ও উনা জেলাতেও নতুন করে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধস ও দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় একাধিক এলাকায় বন্যার শঙ্কাও তৈরি হয়েছে। উদ্ধারকাজে ইতিমধ্যেই নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন, তবে দুর্গম এলাকায় প্রবল বৃষ্টি ও কাদা জমে থাকায় উদ্ধারকাজে সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত