প্রয়াত ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ নামে পরিচিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বুধবার (১৩ নভেম্বর) মহারাষ্ট্রের ধুলে জেলার সিন্ধখেদায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন।
আর্টিকেল ৩৭০ এর অধীনে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরকে সীমিত স্বায়ত্তশান ও ভিন্ন সংবিধানসহ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে ২০১৯ সালের ৫ আগস্ট সেই ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার করে নেয়।
নির্বাচনে বিজয়ী হয়ে ভারতীয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করার পর গতকাল মঙ্গলবার বিধানসভায় ‘আর্টিকেল ৩৭০’ ফেরানোর বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।
ঠিক একদিন পরেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত শাহ। সিন্ধখেদায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ‘স্বর্গ থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবেন না।’
কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিন্দেজি, আপনি নাকি কাশ্মীরে যেতে ভয় পান। আমি বলব, এখন আপনি আপনার নাতি-পুতিদের নিয়ে কাশ্মীরে যেতে পারেন, কোনো বিপদ হবে না।’
অমিত শাহ আরও বলেন, ‘সোনিয়া-মনমোহনের ১০ বছরের শাসনামলে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে কাশ্মীরে বোমা হামলা করত। এখন আর সেই দিন নাই।’
কিছুদিন আগেও মহারাষ্ট্রের আরেক নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেন, ‘তারা (কংগ্রেস) বিধানসভায় আর্টিকেল ৩৭০ ফেরাতে চাচ্ছে। কিন্তু রাহুল গান্ধীর পরের চার প্রজন্ম মিলেও এটি ফেরাতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক কাজ করেছেন।’
নরেন্দ্র মোদীও কিছুদিন আগে পুনের এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রচেষ্টার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রস্তাব কংগ্রেসের ভাষা নয়, এটা পাকিস্তানের ভাষা। আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রস্তাব আমাদের দেশকে বিভক্ত করার পাঁয়তারা। আপনাদের সেবক মোদী একে মাটিচাপা দিয়েছে।’
প্রয়াত ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ নামে পরিচিত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বুধবার (১৩ নভেম্বর) মহারাষ্ট্রের ধুলে জেলার সিন্ধখেদায় এক নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন।
আর্টিকেল ৩৭০ এর অধীনে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরকে সীমিত স্বায়ত্তশান ও ভিন্ন সংবিধানসহ বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে ২০১৯ সালের ৫ আগস্ট সেই ‘বিশেষ মর্যাদা’ প্রত্যাহার করে নেয়।
নির্বাচনে বিজয়ী হয়ে ভারতীয় কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করার পর গতকাল মঙ্গলবার বিধানসভায় ‘আর্টিকেল ৩৭০’ ফেরানোর বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়েছে।
ঠিক একদিন পরেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত শাহ। সিন্ধখেদায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ‘স্বর্গ থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবেন না।’
কংগ্রেস নেতা ও ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘শিন্দেজি, আপনি নাকি কাশ্মীরে যেতে ভয় পান। আমি বলব, এখন আপনি আপনার নাতি-পুতিদের নিয়ে কাশ্মীরে যেতে পারেন, কোনো বিপদ হবে না।’
অমিত শাহ আরও বলেন, ‘সোনিয়া-মনমোহনের ১০ বছরের শাসনামলে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে কাশ্মীরে বোমা হামলা করত। এখন আর সেই দিন নাই।’
কিছুদিন আগেও মহারাষ্ট্রের আরেক নির্বাচনী সমাবেশে অমিত শাহ বলেন, ‘তারা (কংগ্রেস) বিধানসভায় আর্টিকেল ৩৭০ ফেরাতে চাচ্ছে। কিন্তু রাহুল গান্ধীর পরের চার প্রজন্ম মিলেও এটি ফেরাতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক কাজ করেছেন।’
নরেন্দ্র মোদীও কিছুদিন আগে পুনের এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রচেষ্টার সমালোচনা করেন। তিনি বলেন, ‘আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রস্তাব কংগ্রেসের ভাষা নয়, এটা পাকিস্তানের ভাষা। আর্টিকেল ৩৭০ ফেরানোর প্রস্তাব আমাদের দেশকে বিভক্ত করার পাঁয়তারা। আপনাদের সেবক মোদী একে মাটিচাপা দিয়েছে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৮ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৯ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১০ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে