অনলাইন ডেস্ক
কাশ্মীরে হামলা নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় এয়ারলাইনসগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এতে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এরই মধ্যে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এক্সে দেওয়া পোস্টে এ দুই বিমান সংস্থা জানিয়েছে, পরিবর্তিত রুটের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে। ফলে ‘বিকল্প দীর্ঘ পথ’ বেছে নিতে হবে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট এতে প্রভাবিত হতে পারে।
উভয় বিমান সংস্থাই এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময় এবং সূচি পুনরায় যাচাই করার অনুরোধ করেছে।
এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত এয়ারলাইনসের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
পেহেলগাম হামলার প্রাথমিক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত ভিসা স্থগিত এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরেই পাকিস্তানের পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।
চুক্তি স্থগিতের বিষয়ে—যার অধীনে পাকিস্তান তার নদীর পানির সরবরাহের আনুমানিক ৮০ শতাংশ পায়—ইসলামাবাদ বলেছে যে তাদের অধিকার ‘কেড়ে নেওয়ার’ যেকোনো চেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে দেখা হবে।
গত মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরে হামলায় পেহেলগামে বেসামরিক নাগরিক ও পর্যটকসহ ২৬ জন নিহত হন। গত কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর এটি ভারতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর প্রশাসন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ‘শনাক্ত এবং শাস্তি’ দেবে।
এর আগে প্রধানমন্ত্রী মোদি গত বুধবার ভোরে সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান।
এদিকে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে অজানা একটি সংগঠন কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় কর্তৃপক্ষ কয়েকজন বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে এবং তাদের ধরতে অভিযান চলছে। তবে হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি।
কাশ্মীরে হামলা নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় এয়ারলাইনসগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এতে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এরই মধ্যে যাত্রী পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে। এক্সে দেওয়া পোস্টে এ দুই বিমান সংস্থা জানিয়েছে, পরিবর্তিত রুটের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে। ফলে ‘বিকল্প দীর্ঘ পথ’ বেছে নিতে হবে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট এতে প্রভাবিত হতে পারে।
উভয় বিমান সংস্থাই এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সময় এবং সূচি পুনরায় যাচাই করার অনুরোধ করেছে।
এর কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত এয়ারলাইনসের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
পেহেলগাম হামলার প্রাথমিক প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত ভিসা স্থগিত এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরেই পাকিস্তানের পক্ষ থেকে এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়।
চুক্তি স্থগিতের বিষয়ে—যার অধীনে পাকিস্তান তার নদীর পানির সরবরাহের আনুমানিক ৮০ শতাংশ পায়—ইসলামাবাদ বলেছে যে তাদের অধিকার ‘কেড়ে নেওয়ার’ যেকোনো চেষ্টাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হিসেবে দেখা হবে।
গত মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরে হামলায় পেহেলগামে বেসামরিক নাগরিক ও পর্যটকসহ ২৬ জন নিহত হন। গত কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর এটি ভারতে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর প্রশাসন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ‘শনাক্ত এবং শাস্তি’ দেবে।
এর আগে প্রধানমন্ত্রী মোদি গত বুধবার ভোরে সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে ফেরার সময় পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান।
এদিকে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে অজানা একটি সংগঠন কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে। ভারতীয় কর্তৃপক্ষ কয়েকজন বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে এবং তাদের ধরতে অভিযান চলছে। তবে হামলার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
১ ঘণ্টা আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৫ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৫ ঘণ্টা আগে