Ajker Patrika

পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই: এইমস

পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই: এইমস

দুর্নীতির দায়ে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়ের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস)। আজ সোমবার তারা এ কথা জানায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্থ চট্টোপাধ্যায় রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে সরকারের আওতাধীন স্কুলগুলোতে শিক্ষক নিয়োগে অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

এইমসের এর নির্বাহী পরিচালক আশুতোষ বিশ্বাস সাংবাদিকদের জানান, কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বুকে ব্যথা নেই। তবে ওষুধ চালিয়ে যেতে হলেও তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। তাঁর কিছু দীর্ঘস্থায়ী রোগ রয়েছে।

কলকাতা হাইকোর্ট গতকাল রোববার ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য সেবার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রতিবেশী রাজ্যে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগে ইডি তাঁর স্বাস্থ্য সমস্যার কথা আদালতকে জানিয়ে তাঁকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিলেন।

এর আগে গত শনিবার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ও অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। এরপরই গ্রেপ্তার করা হয় তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া এই অর্থের বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি ইডির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত