Ajker Patrika

মধ্যপ্রদেশে সেতু ভেঙে বাস পড়ল নিচে, নিহত ১৫ 

আপডেট : ০৯ মে ২০২৩, ১৪: ১৩
মধ্যপ্রদেশে সেতু ভেঙে বাস পড়ল নিচে, নিহত ১৫ 

ভারতের মধ্যপ্রদেশে একটি সেতু ভেঙে যাত্রীবাহী একটি বাস নিচে পড়ে গিয়ে ১৫ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 

স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, ৪০ জন আরোহী নিয়ে বাসটি ইন্দোরে যাওয়ার পথে খারগোনের দাসাঙ্গা গ্রামের একটি সেতু ভেঙে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। 

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি, গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ও আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজ্য সরকার আহতদের সব চিকিৎসা ব্যয় বহন করবে বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় জানিয়েছে, নিহতদের প্রতিটি পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার রুপি দেওয়া হবে। 

ভারতীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত