Ajker Patrika

পশ্চিমবঙ্গে বেড়েছে ডেঙ্গু, মৃত ১১ 

পশ্চিমবঙ্গে বেড়েছে ডেঙ্গু, মৃত ১১ 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি। আজ বুধবার রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই এ কথা স্বীকার করেছেন। এরই মধ্যে চলতি বছর রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

বিধানসভায় দেওয়া ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্তের হার ৭ শতাংশেও পৌঁছেছিল। তবে শীতের সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গুর প্রকোপও কমছে বলে তিনি জানান। মমতার দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে চলতি বছর ১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বাকিরা বেসরকারি হাসপাতালে।

মমতা আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় চলতি বছর ডেঙ্গুর প্রভাব বেশি। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাকিটাও নিয়ন্ত্রণে আনতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি এমএলএ-এমপিদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত