তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।
এরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।
স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।
স্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না।
তীব্র শীতের রাত। চারপাশে অন্ধকার। গ্রামের নির্জন মাঠে ফেলে যাওয়া একটি নবজাতককে পাহারা দিচ্ছে একটি মাদি কুকুর। এর সঙ্গে ছিল তার ছানাগুলোও। রাতভর নবজাতকটিকে পাহারা দেওয়ার পর সকালে স্থানীয়রা ওই নবজাতকটিকে উদ্ধার করে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামে। শিশুটিকে নগ্ন অবস্থায় ফেলে যাওয়া হয়, তখনো তার শরীরে জড়ানো ছিল মায়ের নাড়ি।
এরপর দিনের আলো ফুটলে স্থানীয়রা যখন বিভিন্ন কাজে বাইরে বের হয়, তখন শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়। অবাক হলেও সত্য যে, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তারা দ্রুত স্থানীয় পঞ্চায়েত ও পুলিশে খবর দেয়। পুলিশ ও পঞ্চায়েতের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে সেখান থেকে স্থানীয় হাসপাতালে পাঠায় এবং নিরাপদে রাখে।
স্থানীয়রা বলছেন, সারা রাত মাদি কুকুরটি নবজাতকটিকে পাহারা দিয়েছে। এ জন্য শিশুটির কোনো ক্ষতি হয়নি। এটা অত্যন্ত সৌভাগ্যের। তবে যারা এই নবজাতকটিকে ফেলে গেছে তারা খুবই নিষ্ঠুর।
স্থানীয় সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বাইরে বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। এটি শিশু কল্যাণ কমিটি দ্বারা পরিচালিত। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছে আকাঙ্কা। এ ছাড়া শিশুটিকে কারা ফেলে গেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, শিশুটিকে ফেলে যাওয়ার ঘটনায় অনলাইনে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, যারা নবজাতকটিকে ফেলে গেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ ছাড়া শিশুটিকে আর তাদের কাছে কখনো ফিরিয়ে দেওয়া উচিত হবে না।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁত ভাঙা জবাব দেবে।
৪ মিনিট আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৮ মিনিট আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৩ ঘণ্টা আগে