উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলমান চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁরা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভও করেছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্য ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকায় ডা. ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করেন ডা. অশোক বাজাজ। এটি জানার পর ডা. অশোককে ওই সোসাইটির বাসিন্দারা বলেন, ‘আপনা মাকান ওয়াপিস লো’ অর্থাৎ ‘আপনার বাড়ি ফেরত নিন’।
বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে সোসাইটির গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। সোসাইটির চেয়ারম্যান অমিত ভার্মাও প্রতিবাদে যোগ দেন।
এক বিক্ষোভকারী বলেন, ‘এটি একটি হিন্দু সোসাইটি, যেখানে চার শতাধিক হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না অন্য কোনো সম্প্রদায়ের কেউ এখানে বসবাস করুক। আর ওই বাড়ি একটি মন্দিরের কাছে অবস্থিত।’
আরেক বাসিন্দা বলেন, মালিকানা পরিবর্তনের কারণে সোসাইটির অন্য সম্প্রদায়ের লোকেরা এসে বসবাস শুরু করবে। এভাবে তাদের সংখ্যা বাড়তে থাকলে হিন্দুদের এখান থেকে চলে যেতে হতে পারে!
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিং জানান, সোসাইটির সদস্যরা বাড়ি বিক্রির বিষয়ে আপত্তি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সর্বসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।
তবে এ বিষয়ে বিক্রেতা ও ক্রেতা কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি দাবি ওঠে, ভারতের সাম্ভালের শাহী জামে মসজিদের জায়গায় আগে হরিহর মন্দির ছিল। এরপর আদালতের নির্দেশে সেখানে সমীক্ষা শুরু হয়। এ নিয়ে স্থানীয় হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘর্ষে ছয়জনের মৃত্যুর পর সমীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে এরপর খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ আজমির শরিফসহ আরও কয়েকটি মসজিদের জায়গায় আগে মন্দির ছিল এমন দাবি উঠতে শুরু করেছে। এতে দুই সম্প্রদায়ের উত্তেজনা এখন চরমে।
উত্তর প্রদেশের মোরাদাবাদে এক মুসলমান চিকিৎসকের কাছে ফ্ল্যাট বিক্রি করা নিয়ে আপত্তি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁরা রীতিমতো ব্যানার নিয়ে বিক্ষোভও করেছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দ্য ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি নামে ওই আবাসিক এলাকায় ডা. ইকরা চৌধুরীর কাছে বাড়ি বিক্রি করেন ডা. অশোক বাজাজ। এটি জানার পর ডা. অশোককে ওই সোসাইটির বাসিন্দারা বলেন, ‘আপনা মাকান ওয়াপিস লো’ অর্থাৎ ‘আপনার বাড়ি ফেরত নিন’।
বাড়ি ফিরিয়ে নেওয়ার দাবিতে সোসাইটির গেটের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। সোসাইটির চেয়ারম্যান অমিত ভার্মাও প্রতিবাদে যোগ দেন।
এক বিক্ষোভকারী বলেন, ‘এটি একটি হিন্দু সোসাইটি, যেখানে চার শতাধিক হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না অন্য কোনো সম্প্রদায়ের কেউ এখানে বসবাস করুক। আর ওই বাড়ি একটি মন্দিরের কাছে অবস্থিত।’
আরেক বাসিন্দা বলেন, মালিকানা পরিবর্তনের কারণে সোসাইটির অন্য সম্প্রদায়ের লোকেরা এসে বসবাস শুরু করবে। এভাবে তাদের সংখ্যা বাড়তে থাকলে হিন্দুদের এখান থেকে চলে যেতে হতে পারে!
এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিং জানান, সোসাইটির সদস্যরা বাড়ি বিক্রির বিষয়ে আপত্তি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সর্বসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।
তবে এ বিষয়ে বিক্রেতা ও ক্রেতা কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি দাবি ওঠে, ভারতের সাম্ভালের শাহী জামে মসজিদের জায়গায় আগে হরিহর মন্দির ছিল। এরপর আদালতের নির্দেশে সেখানে সমীক্ষা শুরু হয়। এ নিয়ে স্থানীয় হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘর্ষে ছয়জনের মৃত্যুর পর সমীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। তবে এরপর খাজা মইনুদ্দিন চিশতির দরগাহ আজমির শরিফসহ আরও কয়েকটি মসজিদের জায়গায় আগে মন্দির ছিল এমন দাবি উঠতে শুরু করেছে। এতে দুই সম্প্রদায়ের উত্তেজনা এখন চরমে।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে