লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার একদিন পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার হাউস কমিটি দিল্লিতে অবস্থিত তুঘলক লেনের পুরোনো বাসভবন রাহুল গান্ধীর জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির অভিযোগে করা মামলায় দুই বছর কারাদণ্ড পাওয়ার পর রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল হয়ে যায়। এরপর গত ২৭ মার্চ তাঁকে সরকারি বাংলোও ছাড়তে বলা হয়।
গত মার্চে ওই মামলায় গুজরাট রাজ্যের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হয়ে লোকসভার পদ হারান রাহুল গান্ধী। পরে তিনি প্রটোকল মেনেই এপ্রিলে নিজের সরকারি বাসভবন ত্যাগ করেন। এর আগে তাঁকে সরকারি বাসভবন খালি করার জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়।
রাহুল গান্ধী ২০০৫ সাল থেকে ওই বাসভবনে বসবাস করছিলেন। সরকারি বাসভবন ত্যাগ করার সময় রাহুল গান্ধী বলেছিলেন, তাঁকে সত্য কথা বলার শাস্তি দেওয়া হচ্ছে। ভারতের জনগণ তাঁকে যে বাসভবন দিয়েছে তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই তিনি আর এখানে থাকবেন না।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতে নীরব মোদি ও লোলিত মোদিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে ‘মোদি’ পদবিধারী কয়েকজনের নাম উঠে আসে। ২০১৯ সালে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী দুর্নীতিতে জড়িত এই পদবিধারীদের দিকে ইঙ্গিত করেন। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান হয়েছে অভিযোগ করে গত ২৩ মার্চে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের এক বিজেপি নেতা।
সুরাটের নিম্ন আদালতে করা ওই মামলার সেই রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের এক দিন পরেই সংসদ সদস্য পদ হারান কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন রাহুল।
পরে রাহুল গান্ধী ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। গত ৪ আগস্ট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেন। সেই আদেশের পর রাহুল গান্ধী লোকসভা সদস্যপদ ফিরে পান।
লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার একদিন পর দিল্লির সরকারি বাসভবনও ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার হাউস কমিটি দিল্লিতে অবস্থিত তুঘলক লেনের পুরোনো বাসভবন রাহুল গান্ধীর জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির অভিযোগে করা মামলায় দুই বছর কারাদণ্ড পাওয়ার পর রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল হয়ে যায়। এরপর গত ২৭ মার্চ তাঁকে সরকারি বাংলোও ছাড়তে বলা হয়।
গত মার্চে ওই মামলায় গুজরাট রাজ্যের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে দোষী সাব্যস্ত হয়ে লোকসভার পদ হারান রাহুল গান্ধী। পরে তিনি প্রটোকল মেনেই এপ্রিলে নিজের সরকারি বাসভবন ত্যাগ করেন। এর আগে তাঁকে সরকারি বাসভবন খালি করার জন্য এক মাস সময় বেঁধে দেওয়া হয়।
রাহুল গান্ধী ২০০৫ সাল থেকে ওই বাসভবনে বসবাস করছিলেন। সরকারি বাসভবন ত্যাগ করার সময় রাহুল গান্ধী বলেছিলেন, তাঁকে সত্য কথা বলার শাস্তি দেওয়া হচ্ছে। ভারতের জনগণ তাঁকে যে বাসভবন দিয়েছে তা ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই তিনি আর এখানে থাকবেন না।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতে নীরব মোদি ও লোলিত মোদিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে ‘মোদি’ পদবিধারী কয়েকজনের নাম উঠে আসে। ২০১৯ সালে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী দুর্নীতিতে জড়িত এই পদবিধারীদের দিকে ইঙ্গিত করেন। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমান হয়েছে অভিযোগ করে গত ২৩ মার্চে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের এক বিজেপি নেতা।
সুরাটের নিম্ন আদালতে করা ওই মামলার সেই রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের এক দিন পরেই সংসদ সদস্য পদ হারান কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন রাহুল।
পরে রাহুল গান্ধী ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। গত ৪ আগস্ট সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেন। সেই আদেশের পর রাহুল গান্ধী লোকসভা সদস্যপদ ফিরে পান।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
৩২ মিনিট আগেইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
১ ঘণ্টা আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
৩ ঘণ্টা আগে