ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, নবী মুহাম্মদ (সা.)কে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রথম মামলাটি করা হয়েছে বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় নাম রয়েছে বিজেপি নেতা নবীন জিন্দাল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহান, ধর্মীয় নেতা মাওলানা মুফতি নাদিমসহ আটজনের।
দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তাঁর বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় কোনো কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর আজ মামলা দায়ের করা হলো।
টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কেউ না কেউ এ ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন। কিন্তু পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তাই পুলিশের বিলম্বিত পদক্ষেপ নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন। তবে পুলিশ বিভাগ জোর দিয়ে বলেছে, তারা ঘৃণাপূর্ণ বক্তব্য ও সহিংসতা রোধে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি করে।
ইতিমধ্যে বিশ্বের ১৬টি মুসলিম রাষ্ট্র এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি তারা দিল্লিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা বলেছেন, ‘পুলিশ এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম আরও বেশি নজরদারিতে রাখবে, যাতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কেউ মিথ্যা, ভুল ও উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে।’
এই সম্পর্কিত পড়ুন:
ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানিয়েছে, নবী মুহাম্মদ (সা.)কে নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। প্রথম মামলাটি করা হয়েছে বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় নাম রয়েছে বিজেপি নেতা নবীন জিন্দাল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহান, ধর্মীয় নেতা মাওলানা মুফতি নাদিমসহ আটজনের।
দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তাঁর বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় কোনো কোনো রাষ্ট্র। এমন পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর আজ মামলা দায়ের করা হলো।
টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কেউ না কেউ এ ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন। কিন্তু পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তাই পুলিশের বিলম্বিত পদক্ষেপ নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন। তবে পুলিশ বিভাগ জোর দিয়ে বলেছে, তারা ঘৃণাপূর্ণ বক্তব্য ও সহিংসতা রোধে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি করে।
ইতিমধ্যে বিশ্বের ১৬টি মুসলিম রাষ্ট্র এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি তারা দিল্লিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা বলেছেন, ‘পুলিশ এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম আরও বেশি নজরদারিতে রাখবে, যাতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কেউ মিথ্যা, ভুল ও উসকানিমূলক তথ্য ছড়াতে না পারে।’
এই সম্পর্কিত পড়ুন:
জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মুখে বতসোয়ানা সরকার দেশজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট দুমা বোকো এই ঘোষণা দেন।
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত যুদ্ধের সময় সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তিনি দাবি করেছেন, এ বছরের শুরুর দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য এক পারমাণবিক সংঘাত ঠেকাতে ভূমিকা রেখেছিলেন তিনি।
৩৯ মিনিট আগেকরোনা মহামারির পর ২০২২ সালে সীমান্ত খুলে দেওয়ার পর থেকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা দ্রুত বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশির সংখ্যা ৮ লাখেরও বেশি। এতে বিদেশি শ্রমশক্তি সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল সোমবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আদেশ স্বাক্ষরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পতাকা পোড়ালে আপনার এক বছরের জন্য জেল হবে। কোনো
১ ঘণ্টা আগে