Ajker Patrika

দিল্লিতে এক সপ্তাহ বাড়ল লকডাউন

দিল্লিতে এক সপ্তাহ বাড়ল লকডাউন

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ভারতের দিল্লিতে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী লকডাউন আগামী ৩১ মে ভোর ৫টা পর্যন্ত বহাল থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টেলিভিশন দেওয়ার ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কেজরিওয়াল বলেছেন, যদি ধারাবাহিকভাবে কোভিড রোগীর সংখ্যা কমতে থাকে তাহলে লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। তবে অবশ্যই লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়ার দিকে ধীরে ধীরে আগানো হবে।

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘করোনার বিরুদ্ধে এক পরিবার হয়ে লড়াই করছে দিল্লি। অক্সিজেন সংকট ছিল, এখন যুক্ত হয়েছে টিকার স্বল্পতা। তবে আমি আশাবাদী, আমরা সমাধান বের করতে পারব।’ তিন মাসের মধ্যে দিল্লির সব বাসিন্দাকে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়ে তার সরকার এগোচ্ছে বলেও জানান দিল্লির মুখ্যমন্ত্রী।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বড় বিপর্যয় দেখা গেছে দিল্লিতেই। এ সময় স্বাস্থ্যসেবার অবকাঠামোর দুর্বলতা ও সংকট স্পষ্ট হয়ে ওঠে। তবে এখন দিল্লির করোনা পরিস্থিতি উন্নতির দিকে। সংক্রমণ ও মৃত্যু কমছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত