কলকাতা প্রতিনিধি
আবারও নারী প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দেশটির প্রথম আদিবাসী নারী এবং সব মিলিয়ে ১৫ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। দেশটির এমপি এবং বিধায়কদের ভোটে তাঁর জয় প্রায় নিশ্চিত।
নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৮ জন এমপি। এদিন ভারতের জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্যরা ছাড়াও রাজ্য গুলির বিধায়করাও এই ভোটে অংশ নেন। ভোট গণনা ২১ জুলাই। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি শপথ নেবেন। এর পাশাপাশি ৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। এই নির্বাচনে শুধু দেশটির এমপিরাই অংশ নেবেন।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ আরও ১৭টি বিরোধী দলের সম্মিলিত প্রার্থী সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিং। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে সকলকে বিবেক অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে বিজেপি এবং এনডিএ জোটের পাশাপাশি আরও একাধিক দলের সমর্থন পাওয়ায় সমর্থন করায় দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত।
এদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে পশ্চিমবঙ্গের বিদায়ী গভর্নর জগদীপ ধনকর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে বিরোধীদের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। তবে এই পদেও বিজেপির জয় অনেকটা নিশ্চিত নিশ্চিত। সেক্ষেত্রে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি হবেন জগদীপ।
ভারতের প্রেসিডেন্ট তিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বিরোধীরা নিজেদের ঐক্য তুলে ধরতে চাইছে।
আবারও নারী প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দেশটির প্রথম আদিবাসী নারী এবং সব মিলিয়ে ১৫ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। দেশটির এমপি এবং বিধায়কদের ভোটে তাঁর জয় প্রায় নিশ্চিত।
নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৮ জন এমপি। এদিন ভারতের জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্যরা ছাড়াও রাজ্য গুলির বিধায়করাও এই ভোটে অংশ নেন। ভোট গণনা ২১ জুলাই। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি শপথ নেবেন। এর পাশাপাশি ৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। এই নির্বাচনে শুধু দেশটির এমপিরাই অংশ নেবেন।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ আরও ১৭টি বিরোধী দলের সম্মিলিত প্রার্থী সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিং। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে সকলকে বিবেক অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে বিজেপি এবং এনডিএ জোটের পাশাপাশি আরও একাধিক দলের সমর্থন পাওয়ায় সমর্থন করায় দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত।
এদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে পশ্চিমবঙ্গের বিদায়ী গভর্নর জগদীপ ধনকর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে বিরোধীদের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। তবে এই পদেও বিজেপির জয় অনেকটা নিশ্চিত নিশ্চিত। সেক্ষেত্রে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি হবেন জগদীপ।
ভারতের প্রেসিডেন্ট তিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বিরোধীরা নিজেদের ঐক্য তুলে ধরতে চাইছে।
‘সানেক্স’ শাওয়ার জেলের একটি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি’ (এএসএ)। সংস্থাটির মতে—বিজ্ঞাপনটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, তা থেকে মনে হতে পারে শ্বেতাঙ্গ ত্বক কৃষ্ণাঙ্গ ত্বকের তুলনায় শ্রেষ্ঠ।
১৬ মিনিট আগেআসামের বিজেপি সরকারের যুক্তি হলো, জনসংখ্যার তুলনায় আধারের কভারেজ ইতিমধ্যেই ১০৩ শতাংশে পৌঁছে গেছে। অর্থাৎ, যত মানুষ থাকার কথা, তার চেয়েও বেশি আধার কার্ড বিদ্যমান। মুখ্যমন্ত্রীর দাবি, এর কারণ হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিভিন্ন উপায়ে আধার সংগ্রহ করেছে। সেই পথ বন্ধ করতেই এই কড়াকড়ি।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের এক আপিল আদালত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া প্রায় ৫০ কোটি ডলারের দেওয়ানি জরিমানা বাতিল করেছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে সিভিল ফ্রডের ওই মামলা ২০২২ সালে করা হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি তাঁর সম্পদমূল্য অতিরিক্ত
২ ঘণ্টা আগেরাশিয়ার সংসদ সদস্যরা দীর্ঘ দাম্পত্য সম্পর্ককে উৎসাহিত করতে নতুন এক উদ্যোগ বিবেচনা করছেন। প্রস্তাবিত নীতির আওতায় অন্তত ৩০ বছর ধরে বিবাহিত আছেন—এমন দম্পতিদের বিশেষ ভাতা দেওয়ার কথা ভাবা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, ইতিমধ্যে কয়েকটি আঞ্চলিক প্রশাসনে এ ধরনের ভাতা চালু রয়েছে।
৩ ঘণ্টা আগে