Ajker Patrika

ভারতে বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহত

আপডেট : ২৩ জুন ২০২২, ১৭: ৫১
ভারতে বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহত

ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে পিস্তল উঁচিয়ে গুলি করছেন বর। তার চারপাশে আগত অতিথিরা দাঁড়িয়ে আছেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বরের নাম মনীশ মাধেশিয়া। নিহত বন্ধুর নাম বাবু লাল যাদব, তিনি একজন সেনা সদস্য। পিস্তলটি তাঁরই ছিল। 

সোনভদ্রের পুলিশ সুপার অমরেন্দ্র প্রতাপ সিং বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁরা দুজন বন্ধু ছিলেন। গুলি চালানোর পরপরই যাদবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। নিহতের পরিবার একটি এফআইআর নথিভুক্ত করেছে। মনীশ মাধেশিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দুকটিও জব্দ করা হয়েছে।’ 

উল্লেখ্য, বিয়ে এবং মাজারে জনসমাবেশে উদযাপনের জন্য গুলি চালানো ভারতে একটি ফৌজদারি অপরাধ। বন্দুক লাইসেন্সকৃত হলেও এটি অপরাধ হিসেবে গণ্য হয়। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত