Ajker Patrika

আসামে ‘টমেটো ফ্লু’ আতঙ্ক, আক্রান্ত শতাধিক

কলকাতা প্রতিনিধি
আসামে ‘টমেটো ফ্লু’ আতঙ্ক, আক্রান্ত শতাধিক

করোনা, ডেঙ্গু, মাঙ্কিপক্স এবং ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের উপদ্রবের মধ্যেই ভারতের আসামে শতাধিক শিশু আক্রান্ত হয়েছে টমেটো ফ্লু বা হ্যান্ড–ফুট অ্যান্ড মাউথ ডিজিজে। শিশুদের হাতে, পায়ে এবং মুখে টমেটোর মতো লাল লাল ছোপ হয় বলে এই জ্বরের নাম রাখা হয়েছে টমেটো ফ্লু। আসাম সরকার জানিয়েছে, বিগত এক মাস ধরে যে পরিমাণ শিশু আক্রান্ত হয়েছে তা আশঙ্কাজনক।

সরকারিভাবে আক্রান্তের সঠিক সংখ্যা না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে আসাম জুড়ে শতাধিক শিশু এই রোগে আক্রান্ত। সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে ডিব্রুগড় জেলায়। জেলার দুটি বিদ্যালয়ে সবচেয়ে বেশি সংক্রমণের খবর পাওয়া গেছে। জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুটি স্কুলের একটিতে ২২ জন এবং অন্য আরেকটি স্কুলে ২৪ জন শিশুর এই রোগে আক্রান্ত হয়েছে।

এখনো পর্যন্ত হ্যান্ড–ফুট অ্যান্ড মাউথ ডিজিজের কোনো নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তবে এই রোগ প্রাণঘাতী নয় বলেই জানিয়েছেন, বিশেষজ্ঞরা। তবে, এই রোগ খুবই সংক্রামক। এই রোগ থেকে বাঁচতে আসামের রাজ্য স্বাস্থ্য বিভাগ আক্রান্ত শিশুদের সাত দিনের (আইসোলেশন) নিভৃত বাসের পরামর্শ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, বড়দের এই রোগ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শিশুদের কাছ থেকে বড়দের মধ্যে এই রোগ সংক্রমণের হার অনেক দুর্বল।

এর আগে, গত ২৩ আগস্ট পর্যন্ত ভারতের শুধুমাত্র কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, ওডিশা রাজ্যেই টমেটো ফ্লুতে আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। এই রোগের সঙ্গে করোনার উপসর্গের মিল থাকলেও ভাইরাসটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত